নারীর মর্যাদা | নারীদের সম্মান নিয়ে প্রবন্ধ
নারীর মর্যাদা কলমে হাবিব বিন সুলাইমান নারী জাতি হলো কৃত্রিম রুপে এক সুগন্ধি ফুল। যে ফুলের সুগন্ধি বিলুপ্ত করে দেয় দুর্গন্ধের চাদরে আবরণ থাকা সমাজকে। যার মর্যাদা দেখে হিংসার অগ্নিকুন্ডে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় সুউচ্চ পর্বত সমূহ। এই নারী জাতিই চৈত্র মাসের মতো ঝড়ে পরা পুরুষ নামক বৃক্ষের বুকে বয়ে আনে বসন্তের সজীবতা। […]