২০২৪ সালে ফেসবুক আইডি নিরাপদ রাখার সেরা ১০টি উপায়

এক সময় ছিলো Knowledge is Power বা জ্ঞানেই শক্তি / ধারণাই শক্তি কিন্তু যুগের পরিবর্তে সবকিছুর পরিবর্তন আসছে। আপনাকে কয়দা করার জন্য কিছু তথ্যই যথেষ্ট। বর্তমানের এই সময়ে Information is Power যেগুলো আপনার অনিরাপদ ফেসবুক আইডিতে ছাড়াছাড়ি। Facebook Profile -এ এমন কি নেই যার মাধ্যমে আপনাকে লুকানো সম্ভব!  এগুলো ভাবতে গেলে অনেক গভীর একটা বিপদ সংঘাতে আমরা জড়িত। আপনার অনলাইন আপলোড করা কোন তথ্যই সুরক্ষিত নয়। যাই হোক, Facebook Account Save বা সুরক্ষিত রাখার উপায় গুলো সম্পর্কে আমাদের এই আর্টিকেলে জানবো, যে গুলো আপনার Facebook Account সুরক্ষিত রাখতে কাজে আসবে।

 

  • Password : সুরক্ষার আরেক নাম Password & PIN. যেটা সবার একান্ত ব্যক্তিগত।  যার Password যত কঠিন তার আইডি হ্যাক করা ততটাই কঠিন। আপনার আইডি সুরক্ষিত রাখার জন্য ১০ টি অধিক বর্ণ/চিহ্ন/সংকেত ব্যবহার করুন। উদাহরণ: QW12mn@Gmail$5+Name এমন পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন।
  • Mobile Number: মোবাইল নাম্বার গোপন রাখুন।  পাসওয়ার্ডের মতোই গুরুত্বপূর্ণ আপনার মোবাইল নম্বর যার মাধ্যমে আপনার আইডি খুব সহজেই খুঁজে পাওয়া সম্ভব এবং কি আপনার আইডি Hack বা Recover করার জন্য অবশ্যই মোবাইল নম্বর প্রয়োজন।  সুতরাং মোবাইল নম্বর গোপন রাখুন। 
  • E-mail / G-mail: আমরা অধিকাংশ জনেই Android User Google Account এর আরেক নাম ই-মেইল বা জি-মেইল যাই বলুন। ই-মেইল বা জি-মেইল দিয়ে আপনার ফোনের সমস্ত Access নেওয়া সম্ভব।  সুতরাং আপনার ফেসবুক আইডি নিরাপদ রাখার জন্য ই-মেইল কতটা নিরাপদ রাখা প্রয়োজন একবার খেয়াল করুন।
  • Username: এটা সম্পর্কে তেমন আমরা জানি না, বা জানার চেষ্টা করিও না। আপনার মোবাইল নম্বর ছাড়াও আপনার Facebook Account a Login করা সম্ভব এই Username এর মাধ্যমে। সুতরাং ইউজার নেম গোপন রাখতে পারেন, নিজের একাউন্ট সুরক্ষিত রাখার জন্য। 
  • Turn on Log in Alerts: আপনার একাউন্টে কেউ অন্য ডিভাইস থেকে লগইন করার চেষ্টা করলেই সাথে সাথে আপনাকে অবগত করবেন। অপরিচিত ডিভাইস বা অসময়ে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করলে তাৎক্ষণিক আপনি সচেতন হতে পারবেন। সুতরাং লগইন এলার্ট এটি আপনার ফেসবুক আইডিতে সক্রিয় করে দিন। 
  • Turn on two Factor Authentication: আপনার Facebook Account এর সেরা Secure নিশ্চিত করার জন্য Turn on two Factor Authentication যথেষ্ট। এটা অন বা সক্রিয় করার আগে অবশ্যই এর থেকে রিকোভার বা কোড আসা না আসার বিষয় গুলো নিয়ে অবগত হয়ে নিবেন। কারণ অনেক সময় কোড না আসলে আপনি আপনার আইডি বা একাউন্ট হারাতে পারেন।
আরো পড়ুনঃ  ২৩ ই এপ্রিল, বই দিবসের কিছু কথা ও কবিতা ২০২৪

 

  • Log In History: প্রতি ১৫ দিন কিংবা আপনার নিরাপত্তার নিশ্চিত করার জন্য প্রতিদিন Login History নজরদারিতে রাখুন। আপনার অজানা কোন ডিভাইসে আপনার আইডি লগইন থাকলে তাৎক্ষণিক তা ডিলিট করে ফেলুন।

 

আপনার ফেসবুক আইডি নিরাপদ তো…? এক্ষুনি যাচাই করুন। নয়তো এই অবহেলা আপনি একটি দুর্দান্ত হুমকির স্বীকার হতে পারেন। যেটা আপনার জীবন বদলে দিতে পারে। Information Technology বা it যুগে নিজেকে গুছিয়ে নিন।

 

এই সময়ে গণহারে মানুষ ফেসবুক চালাচ্ছে। বিভিন্ন জন বিভিন্ন কাজে কারণে ফেসবুক চালায়। কেউ যোগাযোগ, কেউ ব্যবসা, কেউ বা অবসরে বিনোদনের জন্য ফেসবুক চালাই। এই কাজ গুলোর করার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আইডিতে থেকে যাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *