ভালোলাগা আর ভালোবাসা কলমে আয়েশা সিদ্দিকা

ভালোলাগা আর ভালোবাসা
আয়েশা সিদ্দিকা

 

ভালোলাগা আর ভালোবাসা দুটি শব্দ চারটি অক্ষরের। কিন্তু পাথক্যটা অনেক বড়। ভালোলাগা মানুষের জীবনে অনেক আসে কিন্তু ভালোবাসার মানুষ খুবই কম আসে প্রায় প্রতিটা মানুষ ভুল করে ভালোলাগা আর ভালোবাসা মধ্যে পাথক্যটা বুঝতে। যার করেন ভালোলাগাকে ভুল করে নাম দিয়ে দে ভালোবাসা। প্রতিটা মানুষের প্রতি কম বেশি ভালোলাগা থাকতেই পারে। কারণ ভালোলাগা না থাকলে কারো প্রতি জানার আগ্রহ থাকে না। ভালোলাগা থেকে তৈরি হয় জানার আগ্রহ। আর অন্যদিকে ভালোবাসা এক অন্য রকম অনুভূতি যা বলা যায় না শুধু অনুভব করা যায়। অনুভব করা-ও অনেক কঠিন। সবাইকে ভালোলাগা যায় কিন্তু ভালোবাসা যায় না।ভালোবাসা একটি গতিশীল প্রকৃিয়া যা আসে হৃদয়ের অনুভূতি থেকে। যার মধ্যে থাকে সততা, বিশ্বাস, সম্মান, শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ। আবার ভালোবাসা মধ্যে অনেক রকম ভালোবাসা আছে। ভালোবাসা কত প্রকার তার সঠিক সংজ্ঞা আজ পযন্ত কেউ দিতে পারে নি। তবে ভালোবাসা হতে পারে মা বাবার প্রতি, হতে পারি ভাই -বোন – পাড়াপ্রতিবেশী আর প্রেমিক -প্রেমিকার। কিন্তু আমাদের আজকে সমাজে ভালোবাসা বলতে বেশি ভাগ বুঝে প্রেমিক-প্রেমিকার। যার কারণ আমাদের সবসময় কষ্টে ভুগতে হয়। আমরা ভুলে যায় জীবন আসলে অনেক সুন্দর শুধু সুন্দর চোখ দিয়ে দেখতে হয়। তাই আমাদের দরকার সবসময় ইতিবাচক চিন্তা করা। যা আমাদেরকে সবসময় ভালো কিছু শেখায় আর নিজের মনোবলকে বৃদ্ধি করতে সাহায্য করে।

 

আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

আরো পড়ুনঃ  মিথ্যাবাদী কলমে আয়েশা সিদ্দিকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *