মানুষ এবং নিয়তি

মানুষ এবং নিয়তি
মোঃ বেলাল উদ্দিন

মানুষের মন অনন্ত ভান্ডার।
যেখানে যেভাবে ঘুড়ায় ঘোরে।
স্মৃতি বিরহ অবুঝ কান্না
কখনও ফুটে বলা যায়
কখনও আবার নিরবে কাঁদায়।
লুকোচুরি খেলায় খেলে মানুষ।
প্রচন্ড ব্যথা মুচড়ে গেলেও
অশান্ত মনেও মানুষ হাসে।
নিজের চাওয়াটা অন্যকে বিলায়
অন্যের পাইয়ে দেওয়ায়
নিজের সুখ খুঁজে,
এযেন প্রকৃতির নীলা খেলা।
মানুষের মনটা বিশাল নাঠ
মাঠে মানুষ দৌড়য়ায়
স্বপ্ন দেখে,স্বপ্ন সাজায়
পৃথিবীকে নতুন আঙ্গিকে গড়ে,
ছোট ছোট স্বাদ,সুগন্ধি বিলায়।
সৃষ্টির সৃষ্টিতে উন্মাদ হয়ে
ভুলে যায় কে আমি?
ভাবে,কখনও কি থেমে যাবে জীবন?
মানুষ বড় অভিমানী
নিজেকে তিলে তিলে হারিয়ে,
অন্যের সুখে কৃত্রিম হাসি হাসে।
একসময়ের প্রকান্ড মনের মাঠ,
সংকুচিত হয়ে ধীরে ধীরে, তা আঙ্গিনা হয়ে যায়।
খোলা মাঠ মুক্ত মনের হাওয়া,
নিজেকে বেমানান বুঝায়।একদিন কালের বিবর্তন মিশে,
তা নিয়তির খেলে।

 

কবি পরিচিতিঃ- মোঃ বেলাল উদ্দিন ১৯৬৪ ইং সালে ১২ ই অক্টোবর জামালপুর জেলায় ইসলামপুর উপজেলা পাথর্শী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।পিতা মৃত, মকিম উদ্দিন, মাতা,শামছুন্নাহার।তিনি মলমগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ইসলামপুর সরকারী কলেজ থেকে এইচ এসসি ও দেওয়ানগঞ্জ সরকারী একেএম মেমোরিয়াল কলেজ থেকে বিএ (পাশ)করেন। তাঁহার লেখা প্রথম কাব্যগ্রন্থ অমর একুশ গ্রন্থমেলা ২০২৩ প্রকাশ পায়।তিনি একজন সাদা মনের মানুষ।তিনি একজন সমাজ হিতৈষী ও শিক্ষানুরাগী।

আরো পড়ুনঃ  অন্য প্রেমে মগ্ন তুমি - The Best poems of Roksana Islam 2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *