শরতের আগমন
খ,ম, সোহেল রানা সাগর
ছনা ছটা মেঘ পুঞ্জ পৃষ্ঠে
উদয়িছে অম্বরে
উপচি উতলা হর্ষে বিভোলা শরতিনী এলো দ্বারে
নব সাজ ধরি নব যৌবনা
গৌরী সে শরতিনী
মাতিছে এবেলা ভাদ্র প্রণয়ে
সুর ভোলা বিহগীনি।।
সাথে আছে ধির অবুঝ শিশির সবুজ বৃক্ষ ছোঁয়া
ঝলমলে রোদ সকাল সন্ধ্যা
পুষ্প মলয় ধোয়া
ফুটিছে কলমি শিউলি শেফালি জয়ন্তী হিমঝুরি
গগনশিরীষ পান্থপাদপ
বকফুল মিনজিরি।।
আরো ফুটিয়াছে রাধুচূড়া কেয়া বেলি ও দোলনচাঁপা
শাপলা শালুক পদ্ম জারুল
বড়ই ঝিঙে জবা
শ্বেতকাঝন ও বোগেনভিলিয়া ধুতরা নয়নতারা
ছাতিম কামিনী মালতী মাধবী মল্লিকা দিশেহারা।।
টুটিছে বাদল ঝড়ের মাদল
আর নাহি সুর তোলে
বিজন ভুবনে দখিন পবনে
সাদা কাঁশগুলি দোলে
হেসে হেসে ভেসে বয় প্রবাহিণী ছায়া ফেলে তার গায়
ভরা জলের সে খুর ধারা ঢেউ তাহারে লভিতে চায়।।
কূজন কাকলি সুর তোলে ঠোঁটে ফড়িংরা হাটে বসে
নিপুণ চপলে প্রজাপতি দলে বিনোদনে হেসে হেসে
নীল ছুঁয়ে ছুঁয়ে আপনারে আজি ভুলিছে উদাস চিল
গঙ্গার জলে সেই ছবি ঢলে৷৷
স্বর্গে মর্তে মিল।।
দিবস কাটিয়া সূ্র্য পাটিলে
গগন হিঙুল মাখে
বেদনা বিধুর শনশনি সুর
বাজে সে বেণুর শাখে
ঝলমলে জ্ব্যোতি হর্ষে উড়ুপ
শুভ্র পক্ষ সাজ
দিবানিশি মিশে ভাদ্রের দেশে শরতিনী এলো আজ।
লেখক পরিচিতিঃ খ,ম,সোহেল রানা সাগর।
কুড়িগ্রাম জেলায় উলিপুর থানায় ধরনিবাড়ির কিশামত মধুপুর তার নিজ গ্রাম। ১৯৯৪ সালের ১৫ই অক্টোবর সম্ভ্রান্ত এক খন্দকার পরিবারে জন্মগ্রহণ করেন। জীবন যাত্রায় নানা প্রতিকূলতার মাঝেও ছোটবেলা থেকেই লেখা লেখিতে বেশ আগ্রহী। আর তারই ফলশ্রুতি এক বিন্দু উপহার এই কবিতাটি।