আসিফ খন্দকার তার প্রথাবিরোধী লেখার জন্য পাঠকমহলে পরিচিত। ধর্মান্ধতা, রক্ষণশীলতা, লিঙ্গ বৈষম্য ইত্যাদি সামাজিক সমস্যা দূরীকরণই আসিফের লেখালেখির উদ্দেশ্য।
সংক্ষিপ্ত পরিচিতি
পুরো নাম আসিফ খন্দকার পাভেল। টাংগাইল জেলার কালিহাতী উপজেলায় জন্ম ও বসবাস। পেশায় একজন লেখক। দেশ-বিদেশের বিভিন্ন পত্রপত্রিকা,ম্যাগাজিনে তার শতাধিক লেখা প্রকাশিত হয়েছে। দৈনিক যায়যায়দিন, বাংলাদেশের আলো,আমাদের সময়, ফ্রান্স থেকে প্রকাশিত প্যারিস টাইমস,কানাডার অটোয়া থেকে প্রকাশিত আশ্রম ইত্যাদি উল্লেখযোগ্য।
সম্পাদনা করেছেন তিনটি যৌথগ্রন্থ। এরমধ্যে উল্লেখযোগ্য ক্যাম্পাসিয়ানদের কথা বইটি।এই বইতে বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একজন করে শিক্ষার্থী তার বিশ্ববিদ্যালয় সম্পর্কে লিখেছেন। ‘টুকরো চিন্তার দেয়াল’ নামে তার একটি একক প্রবন্ধের সংকলন প্রকাশিত হয়েছে ই-বুক আকারে যা ব্যাপক সফলতা অর্জন করেছে।
আসিফ খন্দকারের ছবি
সাহিত্য জীবন
আসিফ খন্দকার কালিহাতী উপজেলার প্রথম এবং একমাত্র সাহিত্য ম্যাগাজিন ‘কালিহাতীর সাহিত্যাঙ্গন’ এর সম্পাদক।এই বাৎসরিক ম্যাগাজিন টি কালিহাতীর সাহিত্য জগতে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। ম্যাগাজিনটির দুটি সংখ্যা প্রকাশিত হয়েছে। দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মাননীয় এমপি মহোদয় সহ স্থানীয় সকল উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি ব্যাপক সাড়া ফেলে। ম্যাগাজিনটির তৃতীয় সংখ্যা ২০২৪ বইমেলায় প্রকাশিত হবে। এতে লিখেছেন জীবন্ত কিংবদন্তি কবি নির্মলেন্দু গুণ, বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় লেখক সাদাত হোসাইন সহ আরো অনেকে৷ ম্যাগাজিনটিতে এবার স্পন্সর হিসেবে আছে বিকাশ,প্যাসিভ জার্নালের মতো বড় প্রতিষ্ঠান।
এছাড়াও আসিফ ষান্মাসিক প্রতিভা ম্যাগাজিন সম্পাদনা করেছেন।দুই বাংলায় প্রকাশিত ষান্মাসিক সুপারহিরো ম্যাগাজিনের সহ-সম্পাদক হিসেবে আছেন। কলকাতার বিভিন্ন পত্রিকা ম্যাগাজিনে লেখা প্রকাশ হবার পাশাপাশি কলকাতার রবীন্দ্র সাহিত্য পুরস্কার এবং কলকাতার উল্লেখযোগ্য চ্যানেল পাঁচমেশালী তে তার একক সাক্ষাৎকার সম্প্রচারিত হয়েছে। আসিফ জড়িত সাংবাদিকতার সাথেও। দৈনিক আলোকিত ৭১ সংবাদে দুবছর সাহিত্য সম্পাদক ছিলেন। শিল্প-সাহিত্য নিয়ে ফিচার লিখেছেন অনেক পত্রপত্রিকায়। বিভিন্ন আর্টিস্ট দের নিয়ে আসিফের ৪৩ টি ফিচার প্রকাশিত হয়েছে এখন অব্দি।
পুরস্কার ও সম্মাননা
ছায়ানীড় স্বাধীনতা স্মারক সম্মাননা, বিটিএসএ আয়োজিত ফররুখ আহমেদ স্মৃতি পদক ইভেন্টে প্রবন্ধ ক্যাটাগরিতে সারাদেশে প্রথম স্থান লাভ, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এর ম্যানেজিং ডিরেক্টর হতে প্রাপ্ত শুভেচ্ছা স্মারক সহ ত্রিশের অধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। প্রতিষ্ঠা করেছেন প্রতিভা অন্বেষণ শিল্প ও সাহিত্য পরিষদ।সংগঠন টি এখন পর্যন্ত অনলাইনে ১৯ টি এবং অফলাইনে ২ টি প্রতিযোগিতার আয়োজন করেছে।সব মিলিয়ে ৮৭ জন বিজয়ী কে পুরস্কৃত করা হয়েছে।শিল্প সাহিত্যে বিশেষ অবদানের জন্য সংগঠন টি এবছর গোল্ডেন এশিয়া পিস এওয়ার্ড এ ভূষিত হয়েছে।
আরো পড়ুন চিরকুটে সাহিত্য |