স্মৃতি
রেজওয়ানা ইসলাম রিমি
খুব পরিচিত ঘ্রাণ,অদ্ভুত এক ঘোর
অভুক্ত কুকুরের ন্যায় শুঁকে চলেছি,
যেন তীব্র থেকে তীব্র ভাবে শুষে নিতে চাচ্ছি
সিলিং ফ্যানের ঘরঘরে আওয়াজে,
মনে হচ্ছে শহরের সব যাতাকল যেন একত্রে হয়েছে
ঘরঘর আওয়াজটা বেশিক্ষণ আর স্থায়ী হলো না।
গুটি কয়েক পরিধি অতিক্রম করেই থমকে গেল আচমকা!
ঘন অন্ধকার বিরাজ করলো চোখের নিকটে
বুঝতে পারলাম লোডশেডিং।
নাকের ডগা দিয়ে ফুরফুরে হাওয়া আর বইছে না
তবুও পরিচিত ঘ্রাণ যেন আরো বেশি ব্যপিত হচ্ছে!
চামড়ার ভাঁজে অঙ্কিত জীবনের নঁকশা
হাতটার স্পর্শে যেন আঁতকে উঠলাম।
মনে হতে লাগলো,কত শত যুগ পর কাছে পেলাম!
দেয়াল ঘড়িটার পরপর চারটা টুংটাং আওয়াজে
বুঝে উঠতে সময় লাগলো না রাত তখন চারটা।
চামড়ার ভাজে মলিন হয়ে যাওয়া হাতটা খুঁজতে লাগলাম
যেন উন্মাদ হয়ে উঠছি আরেকবার স্পর্শের কাতরতায়
পরপারে পারি জমানো মানুষকে যে বাস্তবে পাওয়া যায় না!
এ তিক্ত সত্য মানতে আমি যেমন বাধ্য,
তুমিও বিশ্বাস করতে বাধ্য –
স্মৃতি যেমনি হোক তা আজীবন বয়ে বেড়াতে হয়।
কবি পরিচিতিঃ রেজওয়ানা ইসলাম রিমি। ২০০৬ সালে ১৫ ই নভেম্বর রংপুর শহরের পূর্ব শালবন এ জন্ম।পিতা:রেজাউল ইসলাম রাজু এবং মাতা:সালমা বেগম। প্রতিভা কিন্টার গার্ডেন স্কুল,রংপুর থেকে প্রাথমিক শিক্ষা।আর.সি.সি.আই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা এবং বর্তমানে একাদশ শ্রেণিতে একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। লেখালেখির হাতেখড়ি মাধ্যমিক জীবন থেকেই,বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবাদে তবে প্রকাশের উদ্দেশ্যে কিংবা নিয়মিত হতে আগ্রহী দশম শ্রেণি হতে। ইতোমধ্যে ইসডোর বুলেটিন,পাতা প্রকাশ এবং মাসিক কুড়ি সাহিত্য পত্রিকা সহ কয়েকটি ম্যাগাজিন এবং ই-বুক প্লাটফর্ম বইটই অ্যাপ এ বেশ কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে।লেখালেখির পাশাপাপাশি উপস্থাপনা, বিতর্ক, আবৃত্তি ও ছবি আঁকতে ভালোবাসি। নিজের চিন্তা ধারা এবং বাস্তবতার সমন্বয়ে নিজেকে অনেকদূর এগিয়ে নিতে আশাবাদী।