প্রিয় বঙ্গবন্ধু কলমে রুদ্র চৌধুরী (টুটুল)
প্রিয় বঙ্গবন্ধু রুদ্র চৌধুরী (টুটুল) হে মুজিব, কে বলেছে তুমি মৃত কে বলেছে তুমি নাই? আমি ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে, তোমায় খুঁজে পাই। তুমি দিয়েছ নতুন প্রান করেছ মোদের মুক্তি, তোমার উচ্চ ধ্বনিতে আজ ও খুঁজে পাই শুভ শক্তি। তুমি বিনে স্বাধীনতা এ-তো কেবল শুধু এক শব্দ, তোমায় পেয়ে বাংলার মাটি – বাংলার জল, বাংলা […]