তাঁর হাসি | কবি বাবুই
তাঁর হাসি বাবুই তাঁর হাসি মন কারা ছিলো মধুময়, যিনি ছিলেন সেরা মানব নবী দয়াময়। ভাগ্য নিয়ে এসেছিলেন তাঁরা এ ধরায়, দেখেছিলেন সেই হাসি মুক্ত যা ছড়ায়। তিনি ছিলেন দয়ার সাগর ছিলেন সেরা নবী, গাছ,তারা,চন্দ্র, সূর্য সালাম সবই। আশা নিয়ে মন ভরে তাকে ভালোবাসি জান্নাতে কাছে বসে দেখবো যে হাসি।