ভ্যানচালক মা কলমে জেরিন জাহান দিশা
ভ্যানচালক মা জেরিন জাহান দিশা রাত দশটা ।শহরের ভ্যানগুলো একটানা ছুটে চলেছে।যেন একটু বিশ্রাম নেওয়ার সময় নেই। রাস্তায় ল্যাম্পের আলোতে কারো মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না।তবে একটু দূরে ভ্যানের ওপর মাথাগুজে একজন বসে আছে।নাম জাহানারা। জাহানারা শুধু একজন ভ্যানচালক নারী নয়,একজন সংগ্রামী মা। জাহানারা একমাত্র ছেলে রাশিদুল। খুব কষ্ট করে জাহানারা তাঁর ছেলেকে বড় করেছে। […]