১৭ ই মার্চের কবিতা | ১৭ ই মার্চ কলমে তানিয়া সিকদার অনন্যা

১৭ ই মার্চ
 তানিয়া সিকদার অনন্যা

১৭ই মার্চ খোকা জন্ম নিলো
বড় হয়ে সেই খোকা দেশপ্রেমিক হলো।
সেই খোকার নাম ছিল শেখ মুজিবুর রহমান
লাঞ্ছিত অধিকার বঞ্চিত নিষ্পেষিত মানুষে প্রাণ।
বাংলায় তখন ছিল পরাধীন
খোকা ভাবতেন কিভাবে হবে দেশ স্বাধীন।
খোকা না হলে কি বাংলাদেশ হতো
হৃদয় টা ছিল পুষ্পে মতো।
অন্যায়ে বিপক্ষে কঠোর প্রতিবাদী সুর
সদা ভাবতেন দুঃখীর কষ্ট কবে হবে দুর।
নয়টি মাস যুদ্ধ করেছে বাংলার মানুষ তোমার ডাকে সাড়া দিয়ে
রচিত হয়েছে কত কবিতা কত গান স্বাধীন দেশকে নিয়ে |
পাকিস্তানিদের অধিকার করেছো খর্ব
জনগণ তোমায় নিয়ে করে ভীষণ গর্ব।
তোমার বজ্রকণ্ঠ শুনে বাংলার মানুষ মুক্তির জন্য করেছিল লড়াই
ভিন্ন ধর্মের মানুষরা ভিন্ন জাতের মানুষরা তোমাকে নিয়ে করে বড়াই।
রাখো নি অন্তরে মৃত্যুর ভয়
তাই তো করেছো এদেশের মাটি জয়।
শত বাঁধার পরে ও অন্যায়ে বিরুদ্ধে মাথানত করো নাই
বলেছো নেই অস্ত্র বারুদ যুদ্ধ তবু ও চাই।
পৃথিবীর বুকে ছাড়িয়ে দিয়েছো বাংলাদেশে নাম
কভু কেউ দিতে পারবে না দুই লাখ বীরাঙ্গনা আর ত্রিশ লাখ শহীদের দাম।
মানুষের ভালোবাসার টানে দিয়েছো জীবন
সবকিছু ফেলে অসহায়দের সেবায় দিয়েছো মন।

 

কবি পরিচিতিঃ তানিয়া সিকদার অনন্যা পিতার নামঃ আব্দুল্লাহ | মাতার নামঃ রিনা আক্তার ,,৭ই জুলাই চট্টগ্রামে জেলায় জন্মগ্রহণ করেন তার প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ সমূহঃ (১)বাসপ সাহিত্য সম্ভার (২) তুমি ই কবিতা (৩)বেলা শেষে তুমি (৪) স্বপ্নের ফেরিওয়ালা (৫)যে কথা হয়নি বলা (৬) হাজার কবির মধ্যে নির্বাচিত ২৫০কবির কবিতা এছাড়া লেখালেখি করেন ইন্ডিয়ার কাগজ কলমে পত্রিকায়, নেত্রজল ম্যাগাজিনে, অবেলার ডাক ম্যাগাজিনে, আজকে আলো পত্রিকায়,, স্বপ্নের গন্তব্য গ্রুপে লেখেন, বিভিন্ন পুরস্কার অর্জন করেন পাশাপাশি মডারেটর, এডমিন, গ্রুপ এক্সপার্ট, জেলা প্রতিনিধি, চিত্রশিল্পী

আরো পড়ুনঃ  ছয় ঋতু ছয় রঙ কলমে বখতিয়ার উদ্দিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *