ছোট্ট রাসেল কলমে ফাহিয়া হক ইন্নি
ছোট্ট রাসেল কলমে ফাহিয়া হক ইন্নি শেখ রাসেল সম্পর্কে বেশিকিছু নেই জানা, তবে কেন যেন মনে হয় এই ছোট্ট মুখখানি চির চেনা । অবিভক্ত পরাধীন বাংলায় জন্ম তার এক রাষ্ট্র নায়কের ঘরে, বড় দুইজোড় ভাইবোন তাকে নিয়েছিলো আপন করে। মুজিবের সকল আদর ছিলো তাকে ঘিরে, যদিও রাসেলের একা করে অনেকটা সময় ছিলেন কারাগারে। ছোট্ট রাসেল […]