অসময়ের প্রেম কলমে বিভীষণ মিত্র
অসময়ের প্রেম বিভীষণ মিত্র এই অসময়ে কেউ যদি বলে ভালোবাসি, কেউ যদি শূন্য হাতে রাখে হাত। চোখে রাখে চোখ,ভাঙ্গে লাজ লজ্জার বাঁধ। পথের সম্মুখে দাঁড়িয়ে বলে-কেমন আছো, আমায় নেবে কি তোমার সঙ্গে। আমি এক বিন্দুতে দাঁড়িয়ে,হাত বাড়িয়ে চোখের পানে তাকিয়ে বলতাম- ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি, আমি রাঙাবো তোমার ভালোবাসার রঙে। যদি কভু না যাও ভুলে, একসাথে হাঁটবো দুইজন […]