আত্মতৃপ্তি কলমে শোয়াইব মাহমুদ শাফি

আত্মতৃপ্তি
শোয়াইব মাহমুদ শাফি

এতো এতো আয়োজন
জানার নেইকো প্রয়োজন।
হারিয়ে যাবো কালের গর্ভে
অস্তিত্ব নিয়ে পড়বে টান,
তবু এই ক্ষুদ্র হ্রদয়ে আপনি
রয়ে যাবেন চির অম্লান।
জানি পাবো না আপন করে,
তবু বৃথা আবদার যাবো করে।
একটু হাসুন, শুধু একটু এমন হাসি
সীমিত পরিসরে যা রক্তিমাভার ন্যায়,
ছড়িয়ে দিবে আপনার মুখশ্রিতে আর আমার অন্ত গভীরতায়।

 

 

সংক্ষিপ্ত পরিচিতিঃ
নাম : শোয়াইব মাহমুদ শাফি
টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে এ বছর মানবিক বিভাগ থেকে দাখিল পরিক্ষা দিয়েছি।
বই পড়তে ভালোবাসি।
লেখালেখির ব্যাপারে আগ্রহ আছে বিশেষ করে কবিতা লিখতে চাই।

আরো পড়ুনঃ  আগন্তুক বিহঙ্গ কলমে রাইমানুর ইমা || বাংলা কবিতা

5 thoughts on “আত্মতৃপ্তি কলমে শোয়াইব মাহমুদ শাফি”

  1. মাশাআল্লাহ চালিয়ে যাও। একদিন অনেক কিছু করতে পারবে। তোমার প্রতিভা আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *