অন্বেষিত
দেওয়ান ফেরদাউস আক্তার রিয়া
আমি চেয়েছিলাম
সত্যিকারের একটা প্রেমের কবিতা লিখতে।
কিন্তু,কি লিখছি আমি
কবিতা?
নাকি,কবিতা রচনা করছে আমাকে?
আমি চেয়েছিলাম
ভঙুর হৃদয়গুলো জোড়া লাগাতে।
কিন্তু,কি করছি আমি
সম্পৃক্তি?
নাকি, বিষাদে সব দিচ্ছি চুকেবুকে।
আমি চেয়েছিলাম
এই প্রাঙ্গণতলে সুরেলা ধ্বনি মোর বাজিবে সুরে সুরে।
কিন্তু,কি গাইছি আমি
সঙ্গীত?
নাকি,সংগতির অভাবে দিচ্ছি চূর্ণ বিচূর্ণ করে।
আমি চেয়েছিলাম
পারদর্শিতা থাকবে মোর নৃত্য গীতে।
কিন্তু,কি হয়েছি আমি
নৃত্য প্রেমী?
নাকি,তিড়িংবিড়িং নাচছি ক্রীড়াচ্ছলে।
আমি চেয়েছিলাম
ভালোই তো জানি তবে হতেই তো পারি পটুয়া।
কিন্তু, কি হতে পেরেছি আমি
বার্ণিক?
নাকি,একেঁছি চিত্র কতক বেহুদা।
আমি চেয়েছিলাম
সবকিছু ছাড়িয়ে হতেও তো পারি উত্তমা।
কিন্তু, পেরেছি কি হতে আমি
অনুত্তীর্ণ?
নাকি, হলেম অচিত্তাকর্ষক উপমা।
সংক্ষিপ্ত পরিচিতিঃ দেওয়ান ফেরদাউস আক্তার রিয়া, জন্মগ্রহণ করেন ৪ মার্চ ২০০১। তিনি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত উপজেলা চুনারুঘাট এর ফুলপুর গ্রামে বসবাস করেন। তার পিতা দেওয়ান তৌহিদ ও মাতা রুপিয়া বেগম চৌধুরী। তিনি বর্তমানে ২০২৩(ডিসেম্বর) স্নাতক (সম্মান) ৩য় বর্ষ অধ্যয়নরত (বাংলা বিভাগ), চুনারুঘাট সরকারি কলেজ।