আত্মহত্যা মহামারী

আত্মহত্যা মহামারী
ফাতিমা তুস সাদিকা

আত্মহত্যা তোমার কাছে কি
ছেলের হাতের মোয়া?
চারুময় মহি বিদায় জানাতে
ভীতির পাওনা ছোঁয়া?

জীবনখানি এতই তুচ্ছ?
নিমিষে বিনাশ করো!
ভাবটা এমন ধরণী গুছিয়ে
গুছিয়েছ পরপাড়ও!

আহা! এখনো পুরো পথটাই
পেড়োনো রয়েছে বাকি
আত্মা প্রদীপ নিভিয়ে তুমি
দিচ্ছ কাহারে ফাঁকি?

দিও না ফাঁকি নিজ ভাবনায়
ফ্যাসাদে পড়বে খুব
স্বপরিণতি আপনি সহিবে
রবে সব নিশ্চুপ

প্রভুর দেয়া জীবনখানি
ফুলের মত গড়
তাগুত ধোকার বহু দূরে
সত্য তালাশ করো।।

 

পরিচিতি

নাম: ফাতিমা তুস সাদিকা
পেশা: শিক্ষার্থী
শ্রেণী: দশম
বিদ্যালয়: আরডিএ ল্যাব স্কুল এন্ড কলেজ,বগুড়া।
ঠিকানা: খন্দকার পাড়া, শেরপুর, বগুড়া।

আরো পড়ুনঃ  আপন বলতে তাকেই মানি কলমে কলমে জাকিয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *