আন্দোলনের আড়ালে কলমে মালুফা ইসলাম

আন্দোলনের আড়ালে কলমে মালুফা ইসলাম

আন্দোলনের আড়ালে
মালুফা ইসলাম

কোটা নামের ধোঁকায় আজ সাধারণ ছাত্র,,
কোটার নামে অযোগ্যদের সুবিধার ক্ষেত্র!
বৈষম্যের শিকল থেকে মুক্তির দাবিতে,,
ঢাবি, রাবি, চবিসহ সকলেই মাঠেতে!

উদ্বিগ্ন ছাত্রসমাজ, তার দিকে তাকিয়ে,,
অধিকার চাইতেই রাজাকার বললো হাঁকিয়ে,,
প্রশ্নফাঁস! তাতো নাকি আন্তর্জাতিক সমস্যা!
আল্লাহর রাস্তায় দান করার নিমিত্তে এই প্রশ্ন চুরির ব্যবসা!

নেই তো আজ বর্গি, ইংরেজ,
পাকিস্তানি হানাদার!
শিক্ষার্থীদের মারছে কারা?
এরা কোন লেভেলের কোটাধার?

দেশ-রত্ন জঙ্গীর হাতে হেনস্ত,,
মিডিয়া তেল উৎপাদনে ব্যস্ত।
সত্রাসীদের হাতে কেন পিস্তল!?
লাঠিসোটা, দা-বটি নিয়ে তাদের উত্তাল!

কার বাবা মুক্তিযোদ্ধা?
আর কে ছিল মুক্তিযুদ্ধে?
জানে দেশ, জানে বাঙ্গালি,,
কে টিকে আছে অবৈধতার ঊর্ধ্বে!

গুলিবিদ্ধে মৃত ভাই,,
সাংবাদিকের খবর নাই!
নাটক সাজানোর ধান্ধায়,,
পড়ে আছে আন্ধায়!

সাধারণ মানুষ, ঢাবির শিক্ষক
ডোনার নাকি আহত!
করছেননা নিউজ, সন্ত্রাসীদের
কোপানিতে কজন নিহত!

কাল তো ছিল খালি হাতে
আন্দোলনের নেপথ্যে,,
ইট-পাটকেল ছোড়ার সময়
সাংবাদিক ছিল কোন পথে!?

আজ যখনই লাঠি নিল
সন্ত্রাসীদের প্রতিহত করতে,
ওমনি নিউজ শিক্ষক বললো দু’দলই অপরাধী,
কে বলেছে ছাত্রদের লাঠিবাজিতে নামতে?

নারীর কোটা, নারীর সম্মান,
নারীর সেবায় মামলা;
আজ কি করে নারীর উপর!
ভাড়াটিয়া টোকাইর হামলা?

কোথায় আজ নারীবাদীরা?
কোথায় মানবতার ব্লগার?
কোথায় শিক্ষক, শিক্ষিতরা,
কোথায় তাদের প্রতিবাদী চিৎকার?

অন্ধ-বোবা, প্রতিবন্ধী, চামচা
টোকাই, চাটুকার,,
সূর্যোদয়ের দিন আসছে,,
বিদায় করবো স্বৈরাচার!

আরো পড়ুনঃ  ওলটপালট কলমে মুহাম্মদ জয়নুল আবেদীন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *