আমি কবি নই! কলমে শামীম বি'ন রফিক

আমি কবি নই!

আমি কবি নই!
শামীম বি’ন রফিক

আমি তো কবি নই—আমি ছন্দ প্রেমিক,
শব্দে-শব্দ জুড়ে—ছন্দ গড়ি অনামিক!

আমি কবি নই কবিগুরু!
লিখিনি কোন কবিতা এখনো,
করেছি কেবল শুরু!

আমি কবি নই,নই স্রষ্টা কবিতার;
দিবস-রজনী যে ফুল ফোঁটে,
মন কাননের গহীন অরণ্যে_
তাই দিয়ে শুধু সাজাই ডালা,মালা গাঁথবার!

শিকল ছিঁড়ে সীমার দেয়াল ডিঙিয়ে;
পদ্যময় রাজ্যে হওয়ার অংশীদার!
তৃষিত হৃদয়ে দগ্ধে মরি শুধু; আস্বাদনের কাব্য’রস অমৃত সুধার!

আমি তো কবি নই, কবিতা তো লিখতে আমি আসিনি;
আমার মনের লুকায়িত শব্দগুচ্ছ গুলিও রাখতে পারিনি!
আমি কখনো কবিতার কাব্যিক উদ্দেশ্য নিয়ে ভাবিনা;কবিতার আড়ালে লুকায়িত ভাব নিয়েও ভাবিনা!
আর কবিতার ছন্দ?’
সে তো বহু অতীত_
তার পদতলে স্থান আমার কল্পনাতীত!

আরো পড়ুনঃ  গাঢ় নীল তিল কলমে অরূপ কুমার বড়ুয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *