এমনি করে
বখতিয়ার উদ্দিন
এমনি করে অনাদি কাল হতে আমি,
দেখিতেছি যে তোমার সুন্দর এ ভূমি।
চলিতেছি দুই পায়ে ঘাসের উপরে
একদিন যেতে হবে আঁধার কবরে।
চলে যেতে হবে দেখে মিছে মায়া ছেড়ে
এই দুনিয়ার কেউ রহিবে না ঘরে।
যতো বেলা বাড়ে মনে ছোট হয়ে আসে
দিনখানি শেষ হয়ে ভয় চোখে ভাসে।
হাজার বার ভাবছি ছলাকলা কিসে
মানুষ ঠকিয়ে তবে কি যে হবে শেষে!
সরল হলেও পাও শত শত ব্যথা
পরকাল শান্তি হোক সেই এক কথা।
সরল হলে ভূবণে কত কষ্ট হবে
মানুষেরা বারে বারে ঠকিয়ে যে যাবে।
সকাল বিকাল দেখ কত সুখ বেলা
দুনিয়ার কোন কিছু নাহি অবহেলা।
ক্ষুদ্র হলে একদিন হিসাব যে হবে
ভাল মন্দ যেটা হোক ফল তবে পাবে।।