কাল রাত কলমে জান্নাত স্মৃতি

  • মর্মে মর্মে যখন ব্যাথা আসে।
    গোধূলি যখন তার লগ্ন চুকিয়ে দেয়।সন্ধ্যা যখন অন্ধকারে আচ্ছন্ন প্রায়……. ঠিক তখন।

 

কাল রাত
জান্নাত স্মৃতি

সে এক অদ্ভুত রাত্র।
হঠাৎ থমকে গেলো সব মাত্র।
আশে পাশে নেই কোলাহল,নেই কোন গুঞ্জন,কলরব নিশীথ যেন অদ্ভুদ মায়া জাল।
হঠাৎ জানালার পাশে চোখ মেলিলো আগন্তুক, “শুধালো মোরে ” আমায় কি করিতে পারো উদ্ধার?

কে ওহে তুমি পরিচয় দাও আমায়,তা না হলে কতল করিবো তোমায়।

সে বলিল “ওহে প্রানপ্রিয় আমায় চিনোনা কভু? যেদিন দিয়েছিলে ছলনা মোরে কতল করেছ তবু।

কি বলছো হে আগন্তুক ঠাহর করেছ তুমি?আমি সে নই,জানে ধরনী জানে অন্তরযামী।

সে বলিল সন্ধ্যা হইলে সূর্য ডুবে,পাখি ফিরে যায় নীড়ে,আমি খুজেছি তোমায় খুজেছি,শত মানুষের ভীরে। আজকাল পরশু নয় শত বছরের গল্প।
কিভাবে করিলে এই কাজ কিবা ছিলো সংকল্প?
তাহা আজ বলো ওগো প্রানপ্রিয়, করো রহস্য ভেদ।
আমি যে আর থাকিতে পারিনা অন্ধ ওই কুটিরে, করো মোরে উচ্ছেদ।

ওহে আগন্তুক কিবা বলিব কি করিবো আর কিবা দিবো ফেরফার?

আলোতে নয় আধারে ভয়, বলিতে পারিনা আর,আধার ছাড়া আলো অচল যদি করো বিচার।
আমার কাছে দুনো সমান, তবু আমি আজ আধারে বন্দী আমাকে আলোতে ডেকে নাও।

কি করিব কি বলিব তোমাতে আজ আমি?
বিচক্ষণ করিয়া দেখ দেখি মোরো চিনিতে পারো কিনা তুমি?

ওহে প্রাণনাথ করোনা ছলনা
দিওনা মোরে ব্যাথা।
এতো কষ্ট আর সইতে পারিনা ঔষধ দিবো কোথা?

আমি বলিলাম ভনিতা ছাড়ো,তা না হলে অনর্থ করিব আজ।

সে বলিল ওহে অধম,নরকের কিট,, মায়াজালে মোরে বস করেছিলে, মনে কি পরে তবুও?
সেদিনের কথা ক্ষণে ক্ষণে মোর কানে বাজে আজও ভুলিতে পারিনা কভু।
আরো বলেছিলে চোখে মোর অদ্ভুদ মায়া,অঙ্গে যেন পদ্নদিঘীর ছায়া,ওষ্ঠ যেন গোলাপের রঙে লাল, কেশরাশী এক অপূর্ব মায়াজাল।
বুদ্ধি দিয়ে করেছো মোরে জয়, লালসা দিয়ে করেছ মোরে ক্ষয়।
তোমার সব পিপাসা মিটিয়ে আমাকে করেছ মম
ক্ষয়ে ক্ষয়ে মোর অঙ্গ পুড়িলো আজ আমি অগ্নি স্তুুপের ভস্ম।

আরো পড়ুনঃ  মেঘের ছোঁয়ায় মন

আমি বলিলাম সব মিথ্যে সব মৈকি,ঠাহর করে দেখো দেখি,শত বৎসরের পর বেচেঁ রবো মোর কিসে!?
আয়ু তো শৈবালের নীড়,অমর তো কেহ নয়, তবুও দিয়েছো মোরে মিথ্যা আর ভন্ডের পরিচয়।
সব শেষে নিবেদন করিলাম বলিলাম আরো ওহে’ সব শুনেছি সব বুঝেছি কি’বা করিব আমি?
আছেন এক ঈশ্বর সবার উপরে তিনি সর্বগামী।
শেষ দিবসে করিবেন তিনি বিচার কার্য,তাহাতে সন্দেহ নেই লেশমাত্র।
তিনি দেখেন তিনি শুনেন তিনি রহেন সর্বত্র।
তাহার উপর বিশ্বাস রাখিয়া সৌর্পদ করো আজ, ইহা বলিয়া সব কিছু চুকিয়ে দিলাম,করিলাম ক্ষান্ত।
সে ছিলো না স্বপ্ন ছিলো এক কাল রাত্র।

 

আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *