গরম
মোঃ গোলাম দস্তগীর
গাছের ডালে কাক
নদীর ঝিলে বাঁক
হাই হাই হুল্লোড়ে
লোক সকলের ডাক।
ব্যাঙের মুখে গ্যাঙ
পাখির সুরে প্যাঁক
কুকুর ছানার খেঁক
খেঁক খেঁকানি খেঁক।
গরম গরম গরম
খেতে বসতে গরম
শুতে স্নানে গরম
বিলে ঝিলে গরম।
লাগছে ব্যাঙের বিয়ে
মাথায় কুলা দিয়ে
ঢালছে সবাই জল
নাচছে নবীন দল।
এসব ছেড়ে ভাই
নামায পড় তাই
বৃষ্টির নামায পড়
মাঠে হয়ে ঝড়।