চলো চলি সত্যে
ইয়াসির আরাফাতজীবন-সার সন্ধানের অহেতুক দৌঁড় প্রতিযোগিতা,
দেয়নি কিছু, পরিশেষে ফেরে হাতে লয়ে শূন্যতা।
রসে থেকে বুদ, ভুলিছে মানব, যিনি তার মাবুদ!
যখন নামিবে সন্ধ্যা, কেউই পারিবেনা করিতে প্রতিরোধ।সংক্ষিপ্ত সারে খুঁজিছে বোকাল দল রত্ম-মণি,
ফিরিবে না চেতন শেষ নাহি হলে শ্বাস-খনি।
যা কখনো যাবার নয়, তা করে সঞ্চয়,
ভুলে ভরা জীবনে ভুলের পিছু তন্ময়!বেলা শেষে নামিবে ডাক, চিরসত্য মানে সবাই
তবুও দেয় না তেল ফেরার সহজে নিজ চরকায়!
সবকিছু ধোঁয়া যতকিছু দৃশ্যমান অমূল্য রত্ম,
বাদ দিয়ে সব, হে সৃষ্টিসেরা, গন্তব্য পথের নাও যত্ন।