জলের কঙ্কাল কলমে রুহুল কাদের

  • জলের কঙ্কাল
    রুহুল কাদের

    তেজোদর্পী সূর্যও ঘুমায়,
    রাতের বাসরে মেঘের পাড়ায়।
    জ্বলজ্বলে নক্ষত্রের ধূমল রূপে অধিক আক্ষেপের কিছু নাই

    বলো জ্বলে কতোদিন
    মাটির নক্ষত্র মানুষের খ্যাতির পিদিম?

    ঘুম জাগরণের স্বপ্নপাঠ
    ঘুম ভাঙলে জীবনের চৌকাঠ…
    বিশ্রামের নাম বিনাশ কেনো দাও
    কিছু রণে হেরেছি ঠিক,পাল ছিঁড়ে কিছু পণও খসে গেছে সময়দরিয়ায়;
    যাবার কথা ছিল অমরাবতী;গন্তব্য ছুঁয়েছে
    শত্রু মিত্র পড়শিদের কেউ কেউ।
    আমার খেদ নাই আর; ক্লেদভেদ শত্রুজ্ঞান ভুলে গেছি সব
    নিরন্তর রূপান্তর; নিজের সাথে নিজের বিরোধে
    অন্তরে গজানো দ্বিধার আগাছা কাটাকুটি শেষে
    যাত্রা করবো আবার-
    ঘর গোছগাছ করে শান দেবো প্রতিজ্ঞার ফলায়।

    হেরেছি কিছু খেলায়, হারিয়ে যাইনি
    পরাজয়কে পরে জিতে নেবো-
    আশাকে বাজিয়ে দেখেছি লতিয়ে আছে মনের অতলে
    বৃষ্টিভেজা বারুদ মানবিক ওমে ওঠবে জ্বলে।

    উত্তাল তরঙ্গে তরণি ভেঙে গেলে
    দরিয়ায় ঝাঁপ দেবো শিখে নিচ্ছি সাঁতার
    ডুবসাঁতারে ডুবে গেলে অবাধ্য ডুবুরি
    বিশুদ্ধ ঝিনুকভ্রুণে শুভ্র মুক্তাদানা হবো,
    দমেসমে যাবো গন্তব্যে;যাবো
    আছি,দহনে নীল প্রতীক্ষায়-

    হে বন্ধু হে শত্রু বুনে রেখো সোনার সুতোয় প্রতীক্ষার জাল
    জলের বুদ্বুদে ভেসে ওঠবো কোনো কালে জলের কঙ্কাল।

আরো পড়ুনঃ  বৃষ্টি কলমে আশিক রানা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *