তারা
রূপক বরন বড়ুয়া
একলা হলে একলা ছাদে দাঁড়িয়ে মা’কে খুঁজেছি
মা এখন তারাদের বন্ধু আমরা তো অচিন
নোনাজল উড়ে যায় বাতাসের কাছাকাছি
রিক্ততা জমা হয় হিমবাহ বুকে।
তবু তারাদের সাথে মানুষের সম্পর্ক বড়ই প্রাচীন।
তারাদের চোখ নেই!জল গড়াবে সাগরে
আলো আছে, আছে প্রতিভা পরাগ
দূরের আলোকবর্ষ মেখে নেমে আসে আঁধারে
চোখের প্রজ্ঞায় রাখে আলোকের রাগ
আত্মবিশ্বাস রাখে বিরাগে সপ্তর্ষির ধ্যান।
তারা’রা মানুষের বন্ধু তারা মানুক না মানুক
অন্তরাল হলে মানুষেরা আত্মীয়তা খোঁজে
তারাদের পরিবারে,তারা’রা জানুক না জানুক।