বিষন্ন মন কলমে নাদিয়া রিফাত

বিষন্ন মন
নাদিয়া রিফাত

বাইরের পরিবেশ বেশ শান্ত,
আমি যে একাকিত্ব রোগে আক্রান্ত।
বড্ড বিষন্ন লাগছে এই মন;
কাউকে বুঝাতে যে আমার বারণ।
জানালার পাশে আছি একা বসে;
তাকিয়ে দেখছি ঐ দূর আকাশে ।
চোখ খুঁজে বেড়াচ্ছে একজনকে ;
চিরচেনা সেই চাঁদ মামাটাকে।
ভালো লাগে না যে এই বদ্ধ ঘরে,
এই মন ছুটে যায় তেপান্তরে।
বড্ড অভিমানী আমার ঐ মন ,
একলা বিষন্ন মরে সারাক্ষণ।

https://anumoti.com/বইয়ে-লেখা-প্রকাশ/

নিয়মিত পড়ুন এবং লেখুন জনপ্রিয় প্লাটফর্ম চিরকুটে সাহিত্যঅনুমতি প্লাটফর্ম

আরো পড়ুনঃ  ছোট্ট রাসেল কলমে ফাহিয়া হক ইন্নি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *