বৈশাখের রঙ
সুনয়না সুরভী (ছদ্মনাম)
বৈশাখ এলো!
এলো তবে,সঙ্গে নিয়ে রঙ।
নতুন বছরের নতুন দিনে কত শত ঢং।
বাহারি রঙের পোশাক দেখি সবার গায়ে জড়ানো,
আবার দেখি সবার পায়ে নুপুর দিয়ে মোড়ানো।
ঝড়ে গেলো বসন্তের সকল রঙিন পাতা,
নতুন করে খুলল মুদি তার দোকানের হালখাতা।
বৈশাখ এলে মুছে যায়,
বছরের বিগত সকল মলিনতা।
ফিরিয়ে দিয়ে যায় সকল সজিবতা।
বাতাসে বহে যায় স্নিগ্ধতার স্পর্শ,
চেয়ে দেখি আজ বাংলা নববর্ষ।
নববর্ষে পান্তা-ইলিশ সঙ্গে ভর্তা আর পান,
নতুন বছরে গাইব সবাই বৈশাখের গান।
চলনা সখী! হই রঙিন নারী।
গায়ে জড়াব,লাল পেড়ে সাদা শাড়ী।
যাব চল,রমনার ওই বটমূলে,
দেখব সেথায়,রং-বেরঙের হাড়ি।
দুঃখ বেদনার রঙ,হোকনা যতই নিকষ কালো,
পহেলা বৈশাখ এসে মোদের মন করে দিক ভালো।