ব্যবহার কলমে তোফায়েল প্রধান

ব্যবহার
তোফায়েল প্রধান

দেখা হলে সালাম দিও
ডান হাতটি বাড়িয়ে দিও,
পারলে বুকে জড়িয়ে নিও
দোয়া চেয়ে বিদায় নিও।

ছোটদের স্নেহ দিও
বড়দের সম্মান দিও,
রোগীদের দেখতে যেও
জানাযাতে অংশ নিও।

এমনভাবে নিজকে সাজাও
মানুষের তরে জীবন বিলাও,
সকলের হক আদায় করে
প্রভুর কাছে দু’হাতে বাড়াও।

কবি পরিচিতিঃ কবির পুরো নাম মোঃ তোফায়েল প্রধান। পিতার নাম মরহুম আলহাজ্ব আকবর আলী প্রধান। মাতার নাম তনজিনা খাতুন। গ্রাম ঘটবর, ডাকঘর টুনিরহাট, উপজেলা পঞ্চগড় সদর, জেলা পঞ্চগড়। তিনি ১৯৯২ সালের ১ জানুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। লেখক ২০০৬ সালে ঘটবর টুনিরহাট দাখিল মাদ্রাসা থেকে দাখিল, ২০০৮ সালে গলেহা ফাজিল মাদ্রাসা থেকে আলিম, ২০১১ সালে পঞ্চগড় নূরুন আলা নুর কামিল মাদ্রাসা থেকে ফাজিল (বিএ) ও ২০১৩ সালে কামিল (এমএ) ডিগ্রী লাভ করেন। পাশাপাশি পঞ্চগড় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ডাক্তারি শেষ করেন। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পড়ছেন এবং ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে লেখকের “শুকরিয়া” নামের একটি কবিতার বই প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন প্রকাশনীর বই, স্থানীয়, জাতীয় ও অনলাইন পত্রিকায় নিয়মিত কবিতা প্রকাশিত হয়। তিনি একজন আদর্শবান ও দেশপ্রেমিক কবি সাহিত্যিক হওয়ার এবং আজীবন মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন লালন করেন।

আরো পড়ুনঃ  মুক্ত তুমি কলমে মিতা চক্রবর্তী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *