ভালোবাসা এমনও হয়
কলমে নুসরাত জাহান মিম
২০২০ এ ফেইসবুকে আরাফ নামে একটা ছেলের সাথে পরিচিত হই। আরাফ সবসময় নামাজ পড়তো। আর খুব ভালো ছিলো। আরাফ এতোটাই মিশুক প্রকৃতির ছিলো যে ওর সাথে খুব অল্প সময়ে আমার বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্বের সম্পর্ক থেকে এক পর্যায়ে আমাদের রিলেশন হয়ে যায়। বেশ ভালোই চলছিলো আমাদের রিলেশনটা। তারপর হঠাৎ ৭-৮ দিন ওর কোন খোঁজ নেই। আমি অনেক চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করতে কিন্তু যোগাযোগ করতে পারেনি। তারপর একদিন হঠাৎ ওর এক ভাই আমাকে জানায় ও নাকি এক্সিডেন্ট করেছে। মেডিকেল ভর্তি আছে। এক্সিডেন্ট এর কারণে ওর স্মৃতি হারিয়ে গেছে কাউকে চিনে না। যেহেতু লং ডিস্টেন্স রিলেশন আর আমার বাড়ি থেকে প্রায় ১০০০+ কিঃমিঃ দূরে ওর বাড়ি। তাই একজন মেয়ে হয়ে একা এতদূর ওরে দেখতে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। ওর ঐ ভাইটা আমাকে ওর সব খবর জানাতো। তো ওর স্মৃতি হারানো অবস্থায় ওর সাথে ওর বড় বোনের কথা হইছে। ও নাকি একমাত্র আমি ছাড়া আর কাউকেই চিনতে পারতেসে না।
এর কিছুদিন পর হঠাৎ ওর স্মৃতি ফিরে আসে আমিতো অনেক খুশি। কত দোয়া যে করছিলাম আল্লাহর কাছে যেন ওর স্মৃতিটা চলে আসে। তো ওর স্মৃতি আসার পর সবকিছু ভালোই চলছিলো। এক প্রর্যায় আরাফ আমাকে বলে ও নাকি দেশের বাহিরে যাবে। তো বিদেশে যাওয়ার সবকিছুই ঠিকঠাক। তো অল্প কিছু টাকা ম্যানেজ করা নিয়ে ওর পরিবারে নাকি অনেক ঝামেলা চলতেছে। এরকম অনেক ঝামেলা দেখায় আমাকে বলে আমি ওরে ৩ লাখ টাকা ধার দিতাম। আমি মেয়ে মানুষ আর আমি কোন জবও করি না আর আমি ছিলাম স্টুডেন্ট। তারপরও অনেক চেষ্টা করে অনেক কষ্টে ওরে ১ লাখ টাকা যোগাড় করে দেই। তারপর ওরে আমি বললাম আমার পক্ষে আর বাকি ২ লাখ টাকা যোগাড় করে দেওয়া সম্ভব না। তারপর প্রায় ৪-৫ দিন পর হঠাৎ ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে উধাও হয়ে গেছে। অনেক চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার কিন্তু সম্ভব হয়নি। এরপর আমি অনেক ডিপ্রেশনে চলে যাই। এরপর প্রায় দেড় বছর পর ও আমাকে কল দেয়। কল দিয়ে বলে হঠাৎ করে বিদেশে চলে যাওয়ার কারণে নাকি আমার সাথে যোগাযোগ করতে পারেনি। আমি ওর সব কথা বিশ্বাস করে নিলাম। তারপর আবার রিলেশনটা কন্টিনিউ করলাম। তো বেশকিছু দিন পর জানতে পারলাম ও নাকি বিবাহিত। ২ মাসের একটা মেয়েও আছে ওট। ও বিদেশে যাওয়ার আগে ওর নিজের পছন্দ করা মেয়ে বিয়ে করে গেছে। এটা শুনার পর আরাফকে কিছু না বলেই ওর কাছ থেকে নিজের দূরে সরিয়ে নিলাম। আর ওর বলা সমস্ত মিথ্যা মনের মধ্যে নোট করে রাখলাম!
নিয়মিত পড়ুন এবং লেখুন Chirkute Sahitto অনলাইন সাহিত্য বিষয়ক প্লাটফর্মে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে পড়ুন INLISO