ভুবন গড়ি কলমে আরমান খাঁন ছামির

ভুবন গড়ি
আরমান খাঁন ছামির

আমরা যারা নবীন কিশোর
অসীম সাহস বুকে
তারুণ্যের ঐ দীপ্তি সবার
স্বপ্ন চোখে মুখে।

আছে যাদের বিশ্ব জয়ের
স্বপ্ন আশা ঢের
উঠবে জেগে নতুন করে
দেখবে ধরা ফের।

স্বপ্ন বোনা পথিক সে যে
হার মানে না কভু,
জয়ের নেশায় চলে পথ..
হাজার বাধা তবু।

অলসতা নেইকো তাদের
পথচলা যে নিরন্তর..
তাদের চলা অবিরত
দিক হতে দিক দিগন্তর।

জ্বালাও আগুন দিকে দিকে
আধাঁর মাঝে হে তরুন..
তুমি যুগের আলোক শিখা
তুমিই নতুন অরুণ।

এসো এসো স্বপ্নচারী
নবীন কিশোর হে তরুণ
নিজেকে গড়ি দেশকে গড়ি
গড়ি তবে বিশ্বভুবন..!

 

আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য

কবিতার শিরোনাম স্মৃতির ডায়েরি কলমে মারুফা পারভীন

★ কবিতার শিরোনাম কল্পনা, কলমে আয়েশা সিদ্দিকা

★ কবিতার শিরোনাম বাঙালির বিশ্বজয়, কলমে আবু নাঈম সেজান

আরো পড়ুনঃ  অপেক্ষা কলমে জান্নাত স্মৃতি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *