মহাকর্ষীয় অনুরাগ কলমে নিপা রায় স্বস্তি

মহাকর্ষীয় অনুরাগ
নিপা রায় স্বস্তি

একটিবার অবলোকন করো আমার নীহারিকাপুঞ্জে,
দেখো কিভাবে
অশ্বিনী-ভরিণী-কৃত্তিকা-রোহিণী ছায়াপথ পরিবর্তন করছে!
গ্রহাণুপুঞ্জ দিশাহারা হয়ে কক্ষচ্যুত হয়ে পড়ছে!
দেখতে পারছো তো কেমন করে আমার আকাশগঙ্গা কেবল কৃষ্ণবিবরময় হয়ে আছে!
চেয়ে দেখো চারদিকে
যেন তুমি শূন্যতায় আমার মহাকাশ আজ অস্তিত্বের সংকটে।

একবার অন্তত দৃষ্টি রাখো,
দেখো না! তোমারই মতো ছায়াপথ গুলো ক্রমশ দূরত্ব বাড়িয়ে চলছে
আলোকবর্ষসম দূরত্ব আমি আর সইতে পারছি না, অভ্রনীল!
অন্তহীন অনুরাগ অন্তরালে রেখে তিমিরময় দীর্ঘপ্রহর আমি আর গুণতে চাচ্ছি না।
আমি নক্ষত্ররাজি পরিপূর্ণ- আলোকসজ্জায় সজ্জিত এক মহাশুন্য চাই।
আমায় এমন একটা মহাশুন্য দিতে পারবে?
তোমার হৃদয় নামক মহাশুন্য!
যে শুন্যের মহাকর্ষীয় শক্তি কেবল আমি।

আরো পড়ুনঃ  ছোট বাচ্চাদের নিয়ে কবিতা || কচি কাঁচার দল কলমে নাদিয়া রিফাত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *