সূর্যগ্রহণ নিয়ে কবিতা | সূর্যগ্রহণ কলমে উম্মে হাবিবা

সূর্যগ্রহণ
উম্মে হাবিবা

যেমন করে চন্দ্র করে সূর্যকে গ্রহণ,
তেমন করে তোমায় আমি করব একদিন বরণ।
বাঁধা দেওয়ার মতো সেদিন,
থাকবেনা তো কোনো কারণ।

বলছি আমি মৃত্যুর কথা।
সে একদিন কেঁড়ে নিবে,
প্রাণের সকল জমা ব্যাথা।
সাধ্যি আছে কার! যে দিবে তাকে বাঁধা।

সূর্যগ্রহণে ধরনীর বুকে নামবে আঁধার যখন,
করুনা করেও একটি বার আমায় মনে করো তখন।
যদি পারি আসব ছুটে,
একটুখানি তোমার সঙ্গ পেতে।

মৃত্যু তুমি সূর্যের মতোই আমায় ঢেকে নিও,
সূর্য যেভাবে আড়াল হয় সেভাবেই আড়ালে রেখো।

আরো পড়ুনঃ  বৈরী জীবন কলমে নুসরাহ বিনতে আলতাফ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *