স্বপ্নের আকাশে চাঁদ

স্বপ্নের আকাশে চাঁদ
মাহী সুলতানা রুমা

 

স্বপ্ন ছোট্ট একটি শব্দ,কিন্তু এই শব্দটির অর্থ অনেক পরিশ্রমী। মানুষের কম বেশ সবার ই স্বপ্ন থাকে,কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার ,কেউ শিক্ষক, কেউ বিজ্ঞানী,কেউ আদর্শবান,কেউ লেখক ইত্যাদি। পৃথিবীতে সবার একটি লক্ষ এবং স্বপ্ন থাকে,আর সেই স্বপ্ন পূরন করতে পরিশ্রম লাগে। কাজ যতোই কঠিন হোক সব সহজ মনে করুন এবং পরিশ্রমি হন দেখবেন পৃথিবীর সব কিছুই সুন্দর এবং সুনির্দিষ্ট ।

“পৃথিবীতে যে সুখ চাই, সে দুঃখ নিয়ে জন্মায়..!”

ছোট্ট একটি কাহিনি, ছোট্ট একটি জীবন, ছোট্ট একটি পথ । আর এই পথ গুলো ধরে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশান্তিতে ভরে উঠুক এটাই তো সবাই চাই।

পরিস্থিতির সাথে লড়াই করা যাই,কিন্তু ভাগ্যের সাথে নয়,ভাগ্য এক অদ্ভুত জিনিস,কাউকে সব দেয়,আবার কারো থেকে সব কেডে নেয়…!
কাউকে কষ্ট দিয়ে হাঁসাই,আবার কাউকে হাঁসি দিয়ে কাঁদাই..!কেউ স্বপ্নের আকাশে চাঁদ ছুঁতে চাই,আবার কেউ ঘুমিয়ে স্বপ্ন নিয়ে পরে থাকতে চাই।কখনো একবার সময় করে একবার চিন্তা করবেন:আমার পরবর্তী তে,আমি যদি এই পৃথিবীতে না থাকি,তাহলে সবচেয়ে বেশি কষ্ট এবং সবচেয়ে বেশী মনে রাখবে কে?তখন খেয়াল করবেন কার কথা মনে পড়ে কার জন্য নিজের স্বপ্ন দেখতে বাঁধা নেই।কার জন্য স্বপ্ন এবং ভালোবাসা রাখলে কোনো ক্ষতি নেই,তাকেই ভালোবাসুন।সব সময় এটা মনে রাখবেন , আপনি যাকে ভালোবাসবেন সেকি আপনাকে ভালোবাসবে?তবে,তাকে ভালোবাসবেন,যে আপনাকে বিশ্বাস করবে এবং ভালোবাসবে,যার সাথে এক স্বপ্নে বাঁচতে পারবেন..!
মনে রাখবেন ,
পৃথিবীটা কারো জন্যই থেমে থাকে না,কারন ..
আপনি যাকে অবহেলা করবেন,ছুঁয়ে পেলে দিবেন একদিন দেখবেন তাকেও কেউ খুব ভালোবাসে এবং খুব সুন্দর করে যত্ন করবে।
একদিন যাকে ঠকালেন এবং ভেঙে চুরমার করে দিলেন তার মন করে ,ভেঙে টুকরো টুকরো করে দিলেন তার স্বপ্ন কে,ভেঙে দিলেন তাঁর সাথে থাকার কথা দেওয়ার প্রতিশ্রুতি কে ..! একদিন দেখবেন তার জীবনেও নতুন কেউ এসেছে এবং তাকেও কেউ আবার আগলে রেখেছে , নতুন করে হাঁসতে এবং বাঁচতে শিখিয়েছে ,নতুন করে স্বপ্ন পূরন করতে শিখিয়েছে,নিজের কাছে খুব যত্নশীল ভাবে যত্ন করে রেখেছে।আপন করে নিয়েছে। তখন আপনি ভাববেন আমি তো এমন একজনের মন ভেঙেছি, তাকে ঠকিয়েছি,যে তার সব টি দিয়ে আমাকে ভালোবেসেছে। তখন আপনি আপসোস করবেন তার জন্য। তখন নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসাবে মনে হবে আপনার কাছে। তার থেকেও আপনি নিজেকে আগেই সব কিছুই ঠিক করুন ,নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন ,নিজের ক্যারিয়ার কে গড়ে তুলুন দেখবেন সময় উপযোগী সঠিক পথ থেকে আপনার জন্য কেউ অপেক্ষা করবে। ইনাশাআল্লাহ।

আরো পড়ুনঃ  মিথ্যাবাদী কলমে আয়েশা সিদ্দিকা

আমি নিজের স্বপ্ন পূরন করতে গিয়ে অনেক বার ব্যর্থ হয়েছি ,অনেক আঘাত সহ্য করেছি ,অনেকের অপমান সহ্য করেছি,কেউ কিছু বললেও তার প্রতিবাদ না করে চুপ থেকেছি ,বার বার সবার গল্পে খারাপ হয়েছি,কারো ভালোর জন্য কিছু করতে গিয়ে ও তাদের কাছে খারাপ হয়েই থেকেছি,তাদের জন্য আমি সবার কাছে ই খারাপ হয়েছি তাও ঠিক হয়ে চলেছি , কেউ আমাকে আঘাত করলে ও চুপ থাকতাম , আবার কিছু ক্ষন পর তার সাথেই কথা বলতাম , যখন কেউ বলতো প্রতিশোধ নে সব কিছুর ,আমি বলতাম আমি কিছু বললে সে কষ্ট পাবে।যখন কেউ বলতো পরিবর্তন কর নিজেকে আমি বলতাম, আমার পরিবর্তন খুব ভয়ংকর যা আমার প্রিয় মানুষদের কষ্টের কারন হবে তাই আমি কখনোই পরিবর্তন হতে চাই না , যে যেই রকম ইচ্ছে আমাকে তার মতো করে ভাবুক,এর জন্য অনেকের কাছে বার বার হেরে গিয়েছি।তবে,
“আমি হেরে গিয়েও যতোটা শিখেছি,কেউ হয়তোবা ততোটাও শিখতে পারে নি..!”

একদিন আমিও সবার কাছে অনেক ভালো হবো , নিজের স্বপ্ন টাকে পূরন করবো ,যারা আমাকে দোষী ভেবেছিল ,তাদের কাছে নির্দোষ হবো,যখন হয়তোবা কেউ ছুঁতে পারবে না , তখন আমি “স্বপ্নের আকাশে চাঁদ” ছুঁতে চলে যাবো। কেউ চাইলেও আমাকে আর কষ্ট দিতে পারবে না , কেউ চাইলেও আমাকে আর ভেঙে ফেলতে পারবে না। তখন সবাই একদিন আপসোস করবে , কেউ বা কাঁদবে, কেউ বা আকাশে চাঁদ দেখবে। কিন্তু আমাকে আর পাবে না।

তখন আমার স্মৃতি কাউকে কাঁদাবে,কাউকে হাঁসাবে,কেউ আমার শূন্য তায়,শূন্যতা অনুভব করবে,কিন্তু তখন আর আমি চাইলেও কাউকে শান্তনা দিতে যাবো না,আমি চাইলেও কারো চোখের পানি মুছে দিতে পারবো না , তখন শুধু দূর আকাশ থেকে দৃষ্টি মেলে তাকিয়ে থাকবো, আর নিজেকে আবিষ্কার করতে ব্যস্ত থাকবো তাঁরা সাজে। মনে রাখবেন ,
কখনো আল্লাহর উপর নারাজ হবেন না,উনি আপনাকে দিলেও বিশ্বাস রাখবেন, না দিলে ও বিশ্বাস রাখবেন,কারন নিশ্চয়ই আল্লাহ আমাদের ভালো চাই,এবং এক পথ চাই চাই যা অতি সুন্দর এবং সুনির্দিষ্ট ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *