স্বাধীনতার ডাক কলমে মো নাঈমুর রহমান

স্বাধীনতার ডাক
মো নাঈমুর রহমান

স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা,
আজ আমরা যারা বলি এই স্বাধীনতা,
আজ আমরা যারা বলি, এই স্বাধীন দেশ

আমরা কি বলতে পারি স্বাধীনতা কী?
আমরাকি বলতে পারি স্বাধীন দেশ কী?

শেখ মুজিব কি জন্য দিলেন ডাক স্বাধীনতার
আমরা ভাবিয়াছি একবার,

একাওরের মুক্তিযুদ্ধে শহিদ কেন দিল তার পান
আমরা কি ভাবিয়াছি একবার,
তারা চেয়ে ছিল কি, আমরা করতেছি কী?

তাদের ইচ্ছা ছিল বাংলাকে মুক্ত স্বাধীন করতে,
স্বাধীন করেছে ঠিকই, কিন্তু বাঙালী এখনো মুক্ত হতে পারেনি।

শেখ মুজিব বলিষ্ঠ কন্ঠে বলেন,
সৌদি আরব পায়, তেলের খনি,
ইয়েমেন পায়, সোনার খনি,
হাজরেমাউত পায়, কয়লার খনি,
আর আমি পেয়েছি দুর্নীতির খনি।

তাই শেখ মুজিবের আত্মা বলে,
দাও আবার স্বাধীনতার ডাক।

শহিদের আত্মা বলে,
দাও আবার স্বাধীনতার ডাক।

ভাসানির আত্মা বলে,
দাও আবার স্বাধীনতার ডাক।

কবি পরিচিতিঃ নাঈমুর রহমান ১লা জানুয়ারি ২০০৮ সালে, দীপজেলা ভোলা সদর উপজেলার দক্ষিন চরপাতা গামে জন্ম গহন করেন। তাঁর পিতার নাম মো: মনির হোসেন। তাঁর মাতার নাম :নাছিমা। তিনি পরিবারের বড়ো ছেলে। তিনি ২০১৮ সালে ইবতেদায়ী (p.s.c) পাস করেন। বতমানে তিনি চর পাঈাশিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যায়ন রত আছেন। ছোট বেলা থেকে তিনি সাংস্কৃতি ভালোবাসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি ভোলা জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেন।আরো বিভিন্ন পুরস্কার লাভ করেন। তিনি জাতীয় কিশোর কন্ঠ পাঠক ফোরামের ভোলা সদর পশ্চিমের সম্পাদক ছিলেন। বতমানে তিনি ভোলা সদর পশ্চিমের ছাত্র কল্যাণ সম্পাদক হিসেবে কাজ করছেন। তার উল্লেখযোগ্য কবিতা :সচেতন হও,স্বাধীনতার ডাক,সকাল বেলা, পৃথিবী, নদী আমার বন্ধু ইত্যাদি।

আরো পড়ুনঃ  আসলো জামাই শ্বশুড় বাড়ি কলমে অভিলাষ মাহমুদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *