স্মৃতির পাতা
উম্মি হুরায়েরা বিলু
স্মৃতির পাতায় নতুন স্মৃতি
জমা যে হয় রোজ,
দুঃখ হলেই স্মৃতির পাতায়
করি সুখের খোঁজ।
কই হারালো সোনালি অতীত
আজকে শুধুই স্মৃতি,
ভাবছি বসে কবে হবে
আমার দুখের ইতি।
স্মৃতি গুলো পোড়ায় যেমন
তেমনই দেয় সুখ,
রঙিন স্মৃতি পড়লে মনে
দূর হয়ে যায় দুখ।