হঠাৎ শ্রাবণের ঢল | শ্রাবণের কবিতা

হঠাৎ শ্রাবণের ঢল | শ্রাবণের কবিতা

হঠাৎ শ্রাবণের ঢল
মোঃ জাহিদ হাসান

ঈষান কোনে মেঘ জমেছে,
মেঘের পরে কী?
বিজলীর প্রেমে বর্ষা হবে,
তাই নয় কী!
চোখ জুড়ে মোর শ্রাবণ এলো,
পুকুর বিলে এলো জল;
কানাই দাদু জাল নিয়ে বলল,
এই নরেন, সবাই মাছ ধরতে চল৷

রবু খোঁকা ছুটে এলো,
মাছের ঝুড়ি সাথে নিলো,
গামছাটা মাথায় বেধে,
দাদুর সাথে দৌড়ে গেলো।

অসুখ আমার শরীর জুড়ে,
বৃষ্টি থেকে থাকি দূড়ে।
তবুও মাথায় ছাতা নিয়ে,
এগিয়ে গেলাম দাদুর পানে,
যেয়ে দেখি একি কান্ড!
হই হুল্লোর আর নাচানাচি;
পিতু, রবি, শষীরা সব আমায় দেখে হতভম্ব।

একটু পরেই দাদুকে দেখি,
রবুও তার পিছুপিছু,
মাছের কথা জানতে চাইলে
বলল, পাচ্ছে কিছুকিছু।
ট্যাংরা, কই পাচ্ছে বেশি,
আরো পাচ্ছে শিং মাছ;
বড় বোয়াল পাইলে তবে,
স্বার্থক হবে শ্রাবণ মাস। 

আরো পড়ুনঃ  ওমর ফারুক স্যার কলমে রাকিব হাসান ফেরদৌস II Rakib Hasan Ferdous ar Best Poem 2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *