অকুতভয় বীর
রুদ্র প্রতাপ
এসেছিলে তুমি অকুতভয় বীরের
বেশে মার্চের মাঝে,
তোমার আগমনে প্রকৃতি যেন
নতুন রূপে সাজে।
হয়েছিলে তুমি এই বাঙালি জাতির
মুখের অমুল্য হাসি,
তুমি ছিলে বাঙালির পরশপাথর
আকাশের ঐ পূর্ণিমার শশী।
বিজয় এনেছো তুমি মুল্য দিয়েছে
তোমায় বাংলাদেশে,
শত মানুষের সপ্নের স্বাধীনতা
ছিনিয়ে এনেছো অবশেষে।
তোমার অমৃতবানীতে দূরে যায়
বাঙালির আছে যত অপশক্তি,
তুমি বাঙালির পথের দিশারী
তুমি বাঙালির মুক্তি।
বাঁচতে দেয়নি তোমাকে একদল
পাষান কাপুরুষ এসে,
হৃদয় ভরা কান্নায় ফেটে যায়
বুক প্রতি আগস্ট মাসে।
তোমার মতো নেতা আহবান করি
প্রতিটা দেশে দেশে,
তোমার তর্জনীতে দূরে যায় কালো
মেঘ সূর্য ওঠে হেসে।
পাখি যেমন ভালোবাসে
নিজ আপন নীড়,
তুমি বাংলার অসাংবাদিত নেতা
তুমি বাংলার অকুতভয় বীর।
কবি পরিচিতি:
কবি রুদ্র প্রতাপ ২০০৬ সালের ১৭ ই ফেব্রুয়ারী নড়াইল জেলার কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামে জন্ম গ্রহন করেন।দাড়িদ্রতার ভিতর দিয়ে কবি অনেক ছোট বয়স থেকে লেখালেখি শুরু করেন।তার উল্লেখযোগ্য কবিতা গুলো হলো:বঙ্গবন্ধু,এই তো সেই স্বাধীনতা ,কালো,বিজয়ের স্মৃতিচরণ ইত্যাদি।বর্তমানে কবি একাদশ শ্রেনিতে অধ্যায়নরত আছেন।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য