কবিতা

নতুন কলমে: নারগিস খাতুন

নতুন নারগিস খাতুন নতুন বছরে নতুন খুশি নতুন নতুন বই আয়রে সখী একসাথে গল্প করব সবাই কই। নতুন বছরের নতুন খেলা নানান রকম নিয়ম কিত কিত লাঠু খেলবো সবাই বেঁধে নিয়ম। গাছ গুলোতে করে কিচিরমিচির নতুন নতুন পাখি আসে ওই গাছ জুড়ে নতুন পাখি দেখিতে ভারী মিষ্টি দেখি গাছটি আমি নয়ন জুড়ে।       […]

নতুন কলমে: নারগিস খাতুন Read More »

স্মৃতির কোলাহল কলমে: মারজিয়া শাহনাজ জেসি

স্মৃতির কোলাহল মারজিয়া শাহনাজ জেসি গভীর সমুদ্রের ঘন নীল রঙে মোহমায়ায় আবদ্ধ হই প্রতি ক্ষনে ক্ষনে, শুকনো ধুলিকনার মতো অনায়াসে, ভেসে আসে, অনিন্দ্য সুন্দর অস্তিত্বহহীন স্মৃতিচিহ্ন। আকাশ আমাকে মুগ্ধ করে আকাশের পানে তাকিয়ে, খুজে পাই পূর্নতার আসল স্বরূপ যেভাবে তার সবটুকু নীল ঢেলে দেয় নীল সাগরের বুকে বিমুগ্ধ নয়নে চেয়ে থাকি তার পানে, তবু একটু

স্মৃতির কোলাহল কলমে: মারজিয়া শাহনাজ জেসি Read More »

উত্তপ্ত পৃথিবী কলমে: নারগিস খাতুন

উত্তপ্ত পৃথিবী  নারগিস খাতুন একটি গাছ একটি প্রাণ আজ প্রাণ নিয়ে হয়েছে টানা পরা গাছ লাগাও প্রাণ বাঁচাও সবাই দিচ্ছে শ্লোগান। হাজার হাজার টাকা দিয়ে ক্রয় করছে এসি, তবুও ক্রয় করেনা কেও একটি গাছের চারা। আমি এক দুখী গাছ ধ্বংস করছো আমার বংশকে তবুও দিচ্ছি তোমাদের O2 নিচ্ছি আমি প্রতিনিয়ত CO2 আমি তোমাদের সেই প্রিয়

উত্তপ্ত পৃথিবী কলমে: নারগিস খাতুন Read More »

১৭ ই মার্চের কবিতা | ১৭ ই মার্চ কলমে তানিয়া সিকদার অনন্যা

১৭ ই মার্চ  তানিয়া সিকদার অনন্যা ১৭ই মার্চ খোকা জন্ম নিলো বড় হয়ে সেই খোকা দেশপ্রেমিক হলো। সেই খোকার নাম ছিল শেখ মুজিবুর রহমান লাঞ্ছিত অধিকার বঞ্চিত নিষ্পেষিত মানুষে প্রাণ। বাংলায় তখন ছিল পরাধীন খোকা ভাবতেন কিভাবে হবে দেশ স্বাধীন। খোকা না হলে কি বাংলাদেশ হতো হৃদয় টা ছিল পুষ্পে মতো। অন্যায়ে বিপক্ষে কঠোর প্রতিবাদী

১৭ ই মার্চের কবিতা | ১৭ ই মার্চ কলমে তানিয়া সিকদার অনন্যা Read More »

বয়কট ইজরাইল | বয়কট ইজরাইল কলমে উম্মি হুরায়েরা বিলু

বয়কট ইজরাইল | বয়কট ইজরাইল কলমে উম্মি হুরায়েরা বিলু

বয়কট ইজরাইল উম্মি হুরায়েরা বিলু কোকা কোলা খাচ্ছো না ভাই খাচ্ছো ভাইয়ের রক্ত, ভাইয়ের রক্তের বদলা নিতে হতেই হবে শক্ত। তুমি আমি খাচ্ছি কোক আছি ভিষণ সুখে। ভাইয়ের রক্ত হচ্ছে জমা ফিলিস্তিনের বুকে, ভাবছি না আজ তাদের কথা করছি না বয়কট, দিন ফুরালে ঐ জালেম ই মারবে তোমায় শট। বন্ধ করি ইজরায়েলের আছে যত পন্য,

বয়কট ইজরাইল | বয়কট ইজরাইল কলমে উম্মি হুরায়েরা বিলু Read More »

বন্ধু কলমে রিহাম নুয়াইমা তুলি

বন্ধু কলমে রিহাম নুয়াইমা তুলি লোক দেখানো ভালোবাসা… ঠিকে নারে বেশি দিন। সেই পর্দা ফাঁস হতে… লাগে নারে বেশি ক্ষণ। এমন এক দিন আসবে… যেদিন তুমি বুঝবে। বন্ধু মানে,,, শত দোষের মাঝে একটি গুণ খুঁজে নেওয়া। বন্ধু  মানে,,, শত ভিড়ের মাঝে একটি হাত বাড়িয়ে দেওয়া। বন্ধু মানে,,, তিমির রাতে উজ্জ্বল একটি তাঁরা হয়ে ফিরে আসা।

বন্ধু কলমে রিহাম নুয়াইমা তুলি Read More »

কৃষক কলমে: নারগিস খাতুন

কৃষক নারগিস খাতু কৃষক তুমি রক্তে ঘামিয়ে করে চলেছ ফসল বছরের পর বছর ঘুরে। নিজে খাও মোটা চালের ভাত শহরের বাবুদের তুলে দিয়েছো হাজার রকম চালের ভাত। কৃষক তুমি স্বপ্ন দেখো সোনালী ধানের কক্ষেতে, শহরের বাবুরা স্বপ্ন দেখে রঙিন পৃথিবী খুশিতে মেতে। সারাদিনে পরিশ্রম করে তবুও পাওনা মাথা গুঁজে থাকার ঠায়, ওই বাবুরা থাকে সবাই

কৃষক কলমে: নারগিস খাতুন Read More »

স্মৃতির পাতায় কলমে রিহাম নুয়াইমা তুলি

স্মৃতির পাতায় কমলে রিহাম নুয়াইমা তুলি ফুলের মতো ফুটতে চাই পৃথিবীর বুকে হাসতে চাই “স্মৃতির পাতায়” সুখের মাঝে ভাসতে চাই কষ্টকে ভুলতে চাই “স্মৃতির পাতায়” শিশির হয়ে ঝরতে চাই ঘাসের উপর পরতে চাই “স্মৃতির পাতায়” তারার মতো জ্বলতে চাই আকাশ পথে যেতে চাই “স্মৃতির পাতায়” তোমার সাথে থাকতে চাই ভালো তোমায় বাসতে চাই “স্মৃতির পাতায়”

স্মৃতির পাতায় কলমে রিহাম নুয়াইমা তুলি Read More »

সত্য | কবি উম্মি হুরায়েরা বিলু

সত্য উম্মি হুরায়েরা বিলু সত্য কথা বলবে সদা সত্য নিয়ে চলো, সত্য কথা বললে পরে লোকে বলবে ভালো। সত্য হলো মুক্তি দেয় দেখায় আলোর পথ, সত্য নিয়ে চললে পরে থামবে না কো রথ। সত্য বলার মহান বাণী আল কুরআনে পাই, সত্য দিয়ে আমরা সবাই জীবন গড়তে চাই। সত্য হলো আলোর মতো দূর করে সব অন্ধকার,

সত্য | কবি উম্মি হুরায়েরা বিলু Read More »

সাধারণ মানুষের জন্য কবিতা | পরাধীন কলমে মোঃ রুহুল আমিন

পরাধীন মোঃ রুহুল আমিন দেশটা আজো পরাধীন যে স্বাধীন তবুও নয়, বৈষম্য আর বিভেদ থাকলে স্বাধীন তারে কয়। কৃষক মজুর পায়না সম্মান দেখি স্বাধীন দেশে, শোষক শ্রেণী শোষণ করছে সেতো সাধুর বেশে। স্বাধীন দেশে খাবার আশে মানুষ কেনো মরে? দেশের মানুষ কুঁকড়ে কাঁদে এতো বছর পরে, কেউবা আবার পকেট ভারী করে ইচ্ছে মতো, দেশ স্বাধীনের

সাধারণ মানুষের জন্য কবিতা | পরাধীন কলমে মোঃ রুহুল আমিন Read More »