বৃষ্টির ছড়া | বৃষ্টি কাব্য বর্ষা
বৃষ্টির ছড়া আসমানী গুলতেকিন টাপুর টুপুর বৃষ্টি পড়ে ফসল ফলা মাঠে, টিনের চালে ঝুপুড় ঝুপুড় পাশের পুকুর ঘাঠে । টাপুর টুপুর বৃষ্টি পড়ে বড়াল নদীর বাঁকে, চমকে উঠে হৃদয় আমার কালো মেঘের ডাকে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর পল্লী শহর জুড়ে, স্নিগ্ধ শীতল হাওয়ার সাথে পাগল করা সুরে । বৃষ্টি পড়ে টাপুর টুপুর নৌকার তোলা পালে, […]