- বাংলার শব্দচাষী সাহিত্য গ্রুপের চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন…..
‘বাংলার শব্দচাষী ’সাহিত্যের ছোট কাগজ একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। সাহিত্য ও সংস্কৃতিমূলক সকল কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে সাহিত্যানুরাগী ব্যক্তিগণকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করণের মাধ্যমে বাংলা ভাষার যথার্থ ব্যবহার এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণমূলক কার্যক্রম গ্রহণ ও বাঙালী চেতনায় জনগণকে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য।বাংলা সাহিত্যেকে এগিয়ে নিতে “বাংলার শব্দচাষী” নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ২০২২ সালের ১৪ই আগস্ট অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। বাংলার শব্দচাষী সাহিত্যের একটি ছোট কাগজ। দেশের বাংলা ভাষা, সাহিত্য ও লোকজ ঐতিহ্য বিষয় ও দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও গবেষকদের জীবনীর উপর আলোচনা, কবিতা ও ছড়া আবৃত্তি, প্রবন্ধ, চিঠিপত্র লেখা সহ শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রতিমাসে মাসিক অনলাইন পত্রিকা আকারে প্রকাশিত করে আসছে বাংলার শব্দচাষী এবং এর ধারাবাহিকতায় বাংলা সাহিত্যেকে বিশ্ব দরবারে পরিচিত করতেই একদল সাহিত্যপ্রেমী সদা তৎপর। বাংলার শব্দচাষী সাহিত্যের ছোট কাগজের প্রতিষ্ঠাতা পরিচালক /সম্পাদক বিপুল চন্দ্র রায় এর স্বাক্ষরিত চট্টগ্রাম বিভাগীয় কমিটি আগামী এক বছরে জন্য অনুমোদন দেওয়া হয়েছে ।
নিম্নে সকল সদস্যর নাম দেওয়া হলোঃ-
০১/সভাপতি :- কবি বখতিয়ার উদ্দিন
০২/সাধারণ সম্পাদক :- কবি এম. এ. মিটু
০৩/সাংগঠনিক সম্পাদক : নিউজেন ত্রিপুরা
০৪/প্রচার সম্পাদক :- কবি কে এম বেলাল উদ্দিন
০৫/নারী বিষয়ক সম্পাদিকা :- কবি সাফিয়া নূর মোকাররমা
০৬/পাঠাগার বিষয়ক সম্পাদক :- কবি মোহাম্মদ রাহাত উদ্দিন
০৭/শিক্ষা বিষয়ক সম্পাদক :- কবি তাসনিয়া ইসলাম
০৮/সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক :- কবি মাঈনদ্দিন মাহমুদ
০৯/সদস্য :- কবি সানজিদুল ইসলাম শাকিল
সবার জন্য শুভ কামনা