নববর্ষের ঝুড়ি | নববর্ষের কবিতা

নববর্ষের ঝুড়ি
মশিউর রহমান দুর্জয়

আঁকাবাঁকা গ্রাম শহরে
হাঁটছে চাঁদের বুড়ি,
ডান হাতে তার লাঠি একটা
মাথায় জাদুর ঝুড়ি।

সেই ঝুড়িতে আছে আবার
হরেক রকম গুঁড়ো,
কে কে নেবে জলদি এসো
শিশু কিশোর বুড়ো।

নববর্ষের সবই আছে
বলছে ডেকে বুড়ি,
হাতের বালা কাঁকন মালা
রঙের শাড়ি চুড়ি।

ফসল আছে ফুলও আছে
আছে পশু পাখি,
বিশ্বাস ও অবিশ্বাস আছে
আছে নগদ বাকি।

আহার অভাব ক্ষুধা আছে
আছে বিলাসিতা,
ধর্ম কর্ম ইর্ষা আছে
আছে সন্তান পিতা।

দুঃখ আছে সুখও আছে
আছে কান্না হাসি,
ভালো মন্দ খাবার আছে
গরম কিংবা বাসি।

ঝড়ের সাথে বৃষ্টি আছে
জলের পরে বন্যা,
তুফান খড়া রৌদ্র আছে
আছে জলোকন্যা।

বাড়ি গাড়ি তাড়ি আছে
আছে হৃদয় ভাঙা,
নতুন মনের প্রেমও আছে
স্বপ্ন আছে চাঙা।

বিয়ে আছে সংসার আছে
আছে ভোরের আলো,
ছেলে-মেয়ে হিজড়া আছে
আছে সাদা-কালো।

চাকরী আছে ব্যবসা আছে
আছে বেকার অলস,
লাভের সাথে লসও আছে
আছে সোনার কলস।

আগুন লাগা বস্তি আছে
আছে মানুষ পোড়া,
জলে স্থলে দুর্ঘটনা
আছে কয়েক জোড়া।

নেতা-নেত্রী শিষ্য আছে
আছে চালাক বোকা,
মধু আছে বিষও আছে
আছে জোনাক পোকা।

জন্ম আছে মৃত্যু আছে
কে নেবে গো কোনটা?
আমার কাছে সবই পাবে
লাগলে করো ফোনটা।

আরো পড়ুনঃ  ভুবন গড়ি কলমে আরমান খাঁন ছামির

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *