স্বপ্নের সমাহার কলমে রাফিয়া ইসলাম চাঁদনী
স্বপ্নের সমাহার রাফিয়া ইসলাম চাঁদনী ওই আকাশে রংধনু আঁকি স্বপ্ন দেখি তাকে চোখের পাতায় রেখে!! সে কি রাখে আমায় আজো অপেক্ষাতে? যার স্বপ্ন সাজে রঙিন আলোয় ভোর হয় হাসির পেখোমে,, তাকে আটকে দিতে মন ছুটে রঙিন ফাগুনে।। এ যেন বাচার নতুন স্বপ্নের সমহার।।