
ধর্ষন
আমাতুল্লাহ খাদিজা খুশি
ধর্ষন তুমি উৎকৃষ্ট এক
জানোয়ারের হাতে গড়া,
ধর্ষন তুমি মা-বোনকে
করেছো সর্বহাড়া।
ধর্ষন তুমি পদালঙ্খিত আজ
প্রত্যেক মা-বোনের কাছে,
ধর্ষন তুমি ছড়িয়ে ছিটিয়ে
পড়েছো চারিদিকে।
ধর্ষন তুমি বোঝনা কেন
মা-বোন আর ভাই,
ধর্ষন আমি তোর থেকে
চাচ্ছি একটু রেহাই।