বাবা কলমে রাফিয়া নিসা

বাবা
রাফিয়া নিসা

ইচ্ছে করছে বাবা বলে ডাকতে তোমাকে ,
কেন বাবা হারিয়ে গেলে রেখে আমাকে?
কেউ বাসেনা তোমার মত ভালো আমাকে,
থাকতে খুবই কষ্ট হয় ছেড়ে তোমাকে।

ডাকছি আমি নিশ্চুপ মনের গহীন থেকে –
শুধু বাবা ,বাবা, বাবা বলে।
কি দোষ করেছি আমি বাবা,
বলে দাও না দয়া করে ।
এক দন্ড আমার পাশে বসনা আরাম করে,
আগে যেমন বসতে তুমি আমার মাথায় হাতটি রেখে,
যেমন করে ডাকতে আমায় ছোট্ট মা বলে।
বলতে যখন আদরে সুরে ,
মাগো বিলি কাট তো আমার চুলে!
কাটতাম তোমার বিলি মাথায় হাতের ব্যথা ভুলে।

কতদিন হল বাবা বলি না কথা তোমার সাথে,
আমায় রেখে শুয়ে আছো ওই দূরের কবরে।
তোমায় ছাড়া পৃথিবী আমার বড়ই অন্ধকার,
এই পৃথিবীর মানুষগুলো বেজায় স্বার্থপর।
বাবা হীন পৃথিবীর নেই কোন মানে ;
বাবা তোমায় চিরদিন রাখবো আমি মনে।

 

কবি পরিচিতঃ রাফিয়া নিসা ২৩ মে ২০০৫ সালে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মো: নাজমুল হুদা রিপন ও মাতা খাইরুন নাহার লিজা। তিনি ২০২২ সালে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। বর্তমানে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেকট্রিক্যাল বিভাগে অধ্যয়নরত। দশম শ্রেনিতে থাকা কালিন প্রথম লেখা লেখি শুরু করেন।

আরো পড়ুনঃ  আমার মা | কবি উম্মি হুরায়েরা বিলু

2 thoughts on “বাবা কলমে রাফিয়া নিসা”

  1. যেদিন তুই ওই দূর আকাশে নক্ষত্রের মত জলজল করবি,
    ভুপৃষ্ঠের বালির দিকে তাকিয়ে আমায় স্মরণ করবি।
    বইন 🥰🥰🥰🥰

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *