বিপদসীমা ছুঁয়ে কলমে জয়িতা চট্টোপাধ্যায়

বিপদসীমা ছুঁয়ে
জয়িতা চট্টোপাধ্যায়

শ্রাবণ মাস, নদীর অন্ধকার একটা নিঃসঙ্গতা
দুহাতের অঞ্জলিতে প্রদীপের মতো বিদ্যুৎ জ্বালায়
চামড়া ধুয়ে বড় হয় স্মৃতি ও বিস্মরণে প্রেম
ভিজে ত্বক, সবুজ শিরা যেন স্বপ্ন বদলের রাত
চেনা গন্ধে বিপথে টলোমলো ভেতরের নদী
প্রেম ও প্রেমহীনতা বনসাই করে সাজানো হয় ঘরে
দুঃখ শব্দ, দুঃখের মতন অবিশ্বাসী দুটো চোখ
প্রবল স্রোতের মুখে দাঁড়িয়ে থাকে
জীবনের তীব্র চুপ হয়ে
ছিঁড়ে যায় মৃতের নিঃশ্বাস
রক্ত ও সৃষ্টির মাঝখানে ফালাফালা এক আনন্দ
বুঝিয়ে দেয় এখানে শরীর চামড়া দিয়ে বোনা
শোকে, পরাজয়ে ভাঙে না মৃত্যু
শ্রাবণ আসে, একটা কান্নার মতো শব্দ
মনে করিয়ে দেয় তোমার কথা…

কবি পরিচিতি

নাম: জয়িতা চট্টোপাধ্যায়
জন্ম: শ্যামনগর, উত্তর ২৪পরগনা
স্কুল: শ্যামনগর বালিকা বিদ্যালয়
কলেজ: ভিক্টোরিয়া ইন্সটিটিউশান
বিষয়: রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক
বিশ্ববিদ্যালয়: রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়
বিষয়: রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী
বিশ্ববিদ্যালয়:আন্নামালাই বিশ্ববিদ্যালয়
বিষয়: গ্রন্থাগার বিজ্ঞানে ব্যচেলার ও মাস্টার্স ডিগ্রি অর্জন
দীর্ঘ ১০ বছর বিভিন্ন জীবিকার সাথে যুক্ত ছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য স্টেট সেন্ট্রাল লাইব্রেরিলাইব্রেরি , বারাসাত ইন্দিরা গান্ধী হাই স্কুল, ইনডাস ওয়ার্ল্ড(মহারাষ্ট্র, আহমেদ নগর)
জীবিকা: প্রাক্তন স্কুল শিক্ষিকা

আরো পড়ুনঃ  ছেলেবেলা চিত্তরঞ্জন সাহা চিতু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *