মায়ের খুনি
উম্মি হুরায়েরা বিলু
দশ মাস দশ দিন পেটে
রেখে জন্ম দিলেন যিনি,
ছেলের হাতে অকাতরে
প্রাণটা দিলেন তিনি।
খুন করে সবার কাছে
চাইলো ছেলে দোয়া,
মারার সময় তোর কি একটু
দিলে হয়নি মায়া?
যেই মা তোকে আদর দিয়ে
করলো এতো বড়ো,
পাষাণ ছেলে সেই মাকে
কেমন করে মারো?
এমন ছেলে ধরার বুকে
আর দিও না প্রভু,
এমন খুনির ফাঁসি দিও
ছাড় দিও না কভু।