শোয়াইব মাহমুদ শাফি এর সেরা ৩টি কবিতা

শোয়াইব মাহমুদ শাফি এর সেরা ৩টি কবিতা:- ক্ষমা, কল্পনাতে যখন তুমি ও অদ্ভুত বিষন্নতা

ক্ষমা
শোয়াইব মাহমুদ শাফি

কতটুকু অপরাধই বা করেছি
যাহার পরিণামই আমার অজানা,
সুন্দর হৃদয়ের পরিশুদ্ধ চেতনায়
যায় না কি করা মার্জনা?

যদি চাও তবে এনে দিতে পারি
সাত সমুদ্র তেরো নদীর ওপারের পদ্মফুল,
আরো এনে দিবো একমুঠো জোৎস্ন্যা
তবু ক্ষমা করো আমার এই কিঞ্চিত ভুল।

অদ্ভুত বিষন্নতা
শোয়াইব মাহমুদ শাফি

এরপর কতো ভাবলাম
ভেবে ভেবে নাকাল হবার দশা,
ঠিক যেভাবে আপন জমিন নিংড়াতে
শরীরের ঘাম ছোটায় চাষা।

দোটানায় ভুগতে থাকা মন নিয়ে ভাবি
এবার বলে ফেলি ভালোবাসি,
আবার ভবিষ্যতের অজানা আশঙ্কায়
পুনরায় বিষন্নতার সাগরে ভাসি।

চিন্তাক্লিষ্ট মন নিয়ে কখনো ভাবি
যাই ফেলে দেই সব অযাচিত পিছুটান,
রক্ষণশীল সমাজের সকল নিয়ম শিরোধার্য
মেনে নিজেকে পুনরায় করি বিনির্মান।

আরো কবিতা পড়ুন

কল্পনাতে যখন তুমি
শোয়াইব মাহমুদ শাফি

পরিপাটি থাকা সত্ত্বেও চুল,দাড়িতে
পুনরায় লাগাই আঁচড়,
দর্পনে স্ব প্রতিবিম্ব দেখে মৃদু হেসে
নিজেকেই দেই চাপড়।

আয়নার সামনে ঠায়
দাড়িয়ে আছি আমি,
থিওরি সব অসার করে দিয়ে
অপরপাশে থাকো তুমি।

ঠিক প্রথম দিনের মতো
অপার বিস্মিত হয়ে,
তোমাকে দেখে লজ্জায়
মাথা হয়ে আসে নুয়ে।

কত পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে
তোমার সাথে সংলাপের দৃশ্যের করেছি অবতারণ,
রক্তে মাংসে গড়া ষোড়শী বালিকার সৌন্দর্যে বুকে উথলে ওঠে ভালোলাগার আলোড়ন।

 

কবি পরিচিতিঃ শোয়াইব মাহমুদ শাফি
টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষে অধ্যায়নরত। বইপোকা এবং লেখালেখির করেন টুকটাক। কবিতা লিখতে প্রচুর আগ্রহ কাজ করে তাই তাঁর কাঁচা হাতের এই সামান্য প্রয়াস।

আরো পড়ুনঃ  ছিনিয়ে আনবে স্বাধীনতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *