সত্যের গান কলমে আরাফাত ইসলাম শাওন (দিব্য)

সত্যের গান 

 আরাফাত ইসলাম শাওন (দিব্য)

 

কণ্ঠস্বর স্রষ্টার দান
সেই কণ্ঠ দিয়ে গেয়ে যাও
সদা সত্যের গান৷

যে যাই বলোক
দিয়ো না কারো কথায় কান
কেউ কিছু করতে পারবে না তোমার
যদি থাকে স্রষ্টা মেহেরবান৷

ভয় পেয়ো না কিছুতেই তুমি
মনে রেখো সত্যের সংগ্রামী
বদ লোকেরা যদিও লাগবে পিছে
স্রষ্টাই তাদের ষড়যন্ত্র, করে দিবে মিছে৷

তুমি সাহস নিয়ে এগিয়ে যাও
তোমার কণ্ঠস্বর দিয়ে
সত্যের গান গেয়ে
মানুষের মনে সাড়া জাগাও৷

যদি সাজাতে পারো সত্যের বাগান
ধন্য তুমি, তুমি সুমহান
চারিদিকে হবে তোমার জয়গান
মনে রাখবে-ই সত্যান্বেষীরা
তোমার অবদান৷

 

আরো পড়ুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

আরো পড়ুনঃ  তৃতীয় সত্ত্বা কলমে নজরুল জা‌মিল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *