সত্যের লড়াই কলমে রাহমা জাকিয়া

সত্যের লড়াই

রাহমা জাকিয়া

বিপ্লবী চেতনার অনির্বাণ শিখা
জ্বলবে দিগুণ বহুগুণে ।।
সত্যের লড়াই চালিয়ে আবার
নতুন সূর্যের উদিত হবে মননে ।।

মনে পড়ে আজও সেই
অগ্নিঝরা রাতের কথা ।।
হৃদয়ে বাজে রক্তের গান
মুছে যায়নি বুকের ব্যথা ।।

সদা থাকি নির্ভীক সুন্দর
সত্য পথের যাত্রী ।।
ফিরবে আবার নতুন ভোর
রহমতেরই রাত্রি ।।

অন্যায়ের জাল ছিন্ন করে
দূর হোক জুলুমের ।।
নব এক ভোর চাই বাংলার
ধ্বংস হোক মিথ্যে যালিমের ।।

অন্যায় অসত্যের বিরুদ্ধে
নড়ে যাদের মুখ ।।
ন্যায়ের পতাকা উড়বে তাদের
সাহসে বাঁধে বুক ।।

মানবের তরে যাদের প্রাণ
নিবেদিত জগতে ।।
মিথ্যা অহংকার লোভ
পায় ধলে সরল পথে ।।

তারাই তো মানুষ খোদার
সেরা বান্ধা সব সময়ে ।।
এগিয়ে যাক সোনার বাংলা
অগ্রসর হোক অকুতোভয়ে ।।

এইতো সময় এক হওয়ার
ফিরিয়ে নিতে অধিকার ।।
গনতান্ত্রিক শক্তিতে এবার
জয় হোক মেহনতী জনতার ।।

আরো পড়ুনঃ  অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০২২ পেলেন ছয় লেখক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *