সে অভাব কলমে আহমেদ রনি

সে অভাব
আহমেদ রনি

তুমি কি জানো এই শহরে কতো অভাব?
কতো নিষ্ঠুর এই দালান কোঠার শহর
কতশত মানুষের অসহায় আত্নচিৎকার
শুনা যায় এখানে।
হাজারো মানুষ প্রতিমুহূর্ত ভিন্ন ভিন্ন
অভাবে ভোগে এ শহরে।
কেউ বা টাকার অভাবে আবার কেউ বা
একটু সুখের অভাবে পুড়ে।
কতশত মানুষের ভীড়ে আমি
তোমার অভাবে আজও পুড়ি।

তুমি আমার সেই অভাব
যা মিটবে না এই নিষ্ঠুর শহরে আর।
যে শহরে হাজারো মানুষ খাদ্যের অভাবে
নিরব আত্নচিৎকার করে নিত্যদিন
সেই শহরেই তোমার অভাবে নিরব
আত্নচিৎকার করে পুড়ি আমি

কবি পরিচিতঃ আহমেদ রনি,জন্ম ১৯৯৯ সাল,গাজীপুর জেলার কালিয়াকৈর থানার কারল সুরিচালা গ্রামে। নিজ গ্রামে প্রাথমিক, মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা শেষে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষে উক্ত কলেজে বি.এ অনার্স অধ্যয়নরত।

আরো পড়ুনঃ  নারীর জন্য সমাজ ও স্বাধীনতা নিয়ে কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *