আয়না ঘর
উম্মি হুরায়েরা বিলু
আয়না ঘর নামটি শুনতে
বড়ই মিষ্টি লাগে,
কেমন সে ঘরে দেখতে কেমন
মনে প্রশ্ন জাগে।
আয়না ঘর, ঘর তো নয়
মানুষ মারা কল,
আয়না নামে লুকিয়ে আছে
অনেক বেশি ছল।
নামটি শুনতে মিষ্টি হলেও
ঘরটি ভীষণ ভয়ংকর,
স্বৈরাচারী জালিম শাসক
তৈরি করেছে এমন ঘর,
এ ঘরেতে মানুষ রেখে
করতো নির্যাতন,
মাজলুমের দোয়াতে হলো
স্বৈরাচারের পতন।